দু’বছর বাদে ফের মেধা তালিকা ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? তা নিয়ে আজ মাধ্যমিকের ফল প্রকাশের দিন পরীক্ষার সূচি ঘোষণার সম্ভাবনা পর্ষদের। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে। পর্ষদ সূত্রে খবর, সূচি অনুমোদিত হলেই আজই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে।
advertisement
সে ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায় পর্ষদ। ২০২২-এর তুলনায় পরীক্ষার সময়সীমা খানিকটা এগিয়ে আনতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতির আগে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি বা চতুর্থ সপ্তাহ থেকেই শুরু হতো। এবারের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা হলেও পরের বছর সেই সময়সীমাতেই ফিরিয়ে আনতে চায় পর্ষদ। আজ সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে ফল প্রকাশের পাশাপাশি নজর থাকবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচির দিকেও।
আরও পড়ুন-মাধ্যমিকের ফল প্রকাশ আজ, রেজাল্ট সবার আগে জানুন News18 Bangla-য়
প্রসঙ্গত, আগামী বছর পূর্ণ সিলেবাসের উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে পর্ষদ। শুধু তাই নয়, বিস্তারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইতিমধ্যেই দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর ১১ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পর্ষদ সূত্রে খবর তার মধ্যে প্রায় ১১ লাখের কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। আজই ফল প্রকাশের সময় তা স্পষ্ট হবে। জেলার একাধিক স্কুল অবশ্য পরীক্ষা চলাকালীন দাবি করেছিল অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষার জন্য আবেদন করলেও পরীক্ষা দিতে আসেননি। সে ক্ষেত্রে আবেদনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে প্রায় ৩০ হাজারের সামান্য বেশি বলেই পর্ষদ সূত্রের খবর। সকাল দশটার পর থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। আজই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।