প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে বেড়েছে পাশের হার। মোট ৭.৬৫ লক্ষ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। অর্থাৎ প্রতি ১০০ জনে পাশ করেছে ৮৬.৩১ জন ছাত্র-ছাত্রী। পাশের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুর ও কলকাতা। শতাংশের নিরিখে যা যথাক্রমে ৯৬.২৬, ৯৫.৪৯ ও ৯১.৬২।
আরও পড়ুনঃ ‘আমি অনন্যা…’, এ কার গলা? চমকে উঠলেন সকলে, কৃষ্ণনগরের রেস্তোরাঁয় অবাক কাণ্ড
advertisement
এবারে কৃতীদের তালিকায় প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে ৫৭ জন পড়ুয়া। তাদের মধ্যে কলকাতা থেকে রয়েছে মাত্র একজন। ৬৯৩ পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় ঘোষ।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 5:12 PM IST
