TRENDING:

Lok Sabha Secretariat Consultants Recruitment 2021: লোকসভায় প্রচুর চাকরির সুযোগ, জেনে নিন কারা, কীভাবে আবেদন করতে পারবেন!

Last Updated:

আবেদনের বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা লোক সভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি লোকসভা সেক্রেটারিয়েটের (Lok Sabha Secretariat) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহীরা এই আকর্ষণীয় পদে আবেদন করতে পারেন। আবেদনের বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা লোক সভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

Lok Sabha Secretariat Consultants Recruitment 2021: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা লোক সভার অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

Lok Sabha Secretariat Consultants Recruitment 2021: বিশেষ ঘোষণা

নির্বাচিত প্রার্থীদের লোকসভার স্পিচ, বিভিন্ন বিষয়ের উদ্ভাবনী তথ্য, মেসেজ, লোকসভা কেন্দ্রিক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেক্টরে নিয়োগ করা হবে। প্রার্থীদের মূলত ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের যোগ্যতা, পারদর্শিতা ও অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে সময়সীমা আরও ২ বছর বাড়ানো হতে পারে।

advertisement

Lok Sabha Secretariat Consultants Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

কর্তৃপক্ষের তরফে মোট ১১টি পদ রয়েছে বলে জানানও হয়েছে।

Lok Sabha Secretariat Consultants Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

স্যোশাল মিডিয়া মার্কেটিং (সিনিয়ার কনসালটেন্ট): ১টি পদ

স্যোশাল মিডিয়া মার্কেটিং (জুনিয়ার কনসালটেন্ট): ১টি পদ

সিনিয়ার কনটেন্ট রাইটার/ মিডিয়া অ্যানালিস্ট (হিন্দি): ১টি পদ

advertisement

জুনিয়ার কনটেন্ট রাইটার (হিন্দি): ১টি পদ

জুনিয়ার কনটেন্ট রাইটার (ইংরেজি): ১টি পদ

স্যোশাল মিডিয়া মার্কেটিং (জুনিয়ার অ্যাসোসিয়েট): ৫টি পদ

ম্যানেজার (ইভেন্টস): ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: লোক সভা সেক্রেটারিয়েট

পদের নাম: কনসালটেন্ট

শূন্যপদের সংখ্যা: ১১

কাজের স্থান: নয়াদিল্লি

কাজের ধরন: সরকারি কাজ

নির্বাচন পদ্ধতি: পার্সোনাল ইন্টারভিউ

advertisement

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদনের শেষ দিন: ১১.১০.২০২১

Lok Sabha Secretariat Consultants Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রার্থীদের মূলত পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা নির্বাচিত হলে অতীব সত্বর তাদের নিয়োগের পরামর্শ দেওয়া হবে। কর্তৃপক্ষের তরফে বিশেষ ভাবে বলা হয়েছে যে, প্রার্থীদের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে। যদি কোনও প্রার্থী নির্বাচিত হন তাহলে তিনি কোনও ভাবেই নিয়োগের ক্ষেত্রে অস্বীকার করতে পারবেন না এবং তাকে অতীব সত্বর পদ গ্রহণের পরামর্শ দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Lok Sabha Secretariat Consultants Recruitment 2021: লোকসভায় প্রচুর চাকরির সুযোগ, জেনে নিন কারা, কীভাবে আবেদন করতে পারবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল