TRENDING:

Job Vacancy: নামী সংস্থায় Non Executive পদে নিয়োগ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

Job Vacancy: BCPL Non-Executive Recruitment 2021: প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডের (Brahmaputra Cracker and Polymer Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নন-একজিকিউটিভ (Non-Executive) পদে নিয়োগের (Job Vacancy ) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট https://bcplonline.co.in/Career/Index গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy: bcpl non executive recruitment 2021
Job Vacancy: bcpl non executive recruitment 2021
advertisement

BCPL Non-Executive Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে নিয়োগের  (Recruitment) আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন - Viral Video: নিজে জানাননি, কিন্তু ‘এই’ সুন্দরী ফাঁস করলেন Shardul Thakur Engagement-র ভিডিও

BCPL Non-Executive Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

BCPL Non-Executive Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

ফোরম্যান-ট্রেনি: ৪টি পদ

advertisement

অপারেটার (কেমিক্যাল) ট্রেনি: ৩টি পদ

টেকনিশিয়ান: ৪টি পদ

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি: ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেড (Brahmaputra Cracker and Polymer Limited)

পদের নাম ফোরম্যান-ট্রেনি, অপারেটার (কেমিক্যাল) ট্রেনি, টেকনিশিয়ান, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি
শূন্যপদের সংখ্যা ১২
কাজের স্থান ভারত
কাজের ধরন স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি  শর্টলিস্ট ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু  বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা কিছু জানানো হয়নি
বেতনক্রম কিছু জানানো হয়নি
 আবেদন পদ্ধতি  অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ১১.১২.২০২১

BCPL Non-Executive Recruitment 2021: বিশেষ ঘোষণা

প্রার্থীরা শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন - Explained: বৈদ্যুতিক গাড়ি থেকেই একদিন বাড়িতে বিদ্যুৎ পাওয়া যাবে, এটা কী ভাবে সম্ভব?

BCPL Non-Executive Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

advertisement

প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ইত্যাদি বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://bcplonline.co.in/UploadFiles/CareerUploadFiles/54_35_Detailed%20Advt.-NE-05-2021.pdf

BCPL Non-Executive Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি বাছাই তালিকা প্রকাশ করে নির্বাচন করা হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীদের নির্বাচন পদ্ধতির পরবর্তী ধাপের জন্য ডাকা হবে।

BCPL Non-Executive Recruitment 2021: আবেদন ফি

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

জেনারেল, অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির প্রার্থী, ওবিসি (এনসিএল) ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: নামী সংস্থায় Non Executive পদে নিয়োগ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল