আবেদনকারীরা সরাসরি https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx লিঙ্কে ভিজিট করে আবেদন করতে পারেন ৷ নোটিফিকেশন দেখার জন্য https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_09072021_Punjab.pdf এই লিঙ্কে যেতে হবে ৷ ডাক বিভাগে মোট ৫৭টি পদে নিয়োগ করা হবে ৷
ডাক বিভাগের পঞ্জাব সার্কেলে পোস্টাল অ্যাসিস্টেন্টের জন্য ৪৫ পদে নিয়োগ করা হবে ৷ সর্টিং অ্যাসিস্টেন্টের জন্য ৯টি শূন্যপদ রয়েছে ৷ এছাড়া মাল্টি টাস্কিং স্টাফ ৩টি পদের জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
পোস্টাল ও সর্টিং অ্যাসিস্টেন্টের জন্য আবেদন করতে চাইলে আপনাকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে ৷ পাশাপাশি কম্পিউটারের বেসিক কোর্স করা থাকতে হবে ৷ মাল্টি টাস্কিং স্টাফের জন্য দশম শ্রেণি পাশ হলেই হবে ৷ পাশাপাশি স্থানীয় ভাষা জানতে হবে ৷
পোস্টাল ও সর্টিং অ্যাসিস্টেন্টের জন্য বয়স ১৮ থেকে ২৭ বছর হতে হবে ৷ মাল্টি টাস্কিং পোস্টের জন্য ১৮ থেকে ২৫ বছর বয়স হতে হবে ৷ পোস্টাল ও সর্টিং অ্যাসিস্টেন্টের জন্য ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা বেতন দেওয়া হবে ৷ মাল্টি টাস্কিং স্টাফের বেতন ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা ৷