TRENDING:

UPSSSC PET 2021 Recruitment: গ্রুপ ‘সি’ পদের জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন, আবেদন করুন এখুনি

Last Updated:

যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২১ জুন পর্যন্ত পরীক্ষার জন্য তাঁদের অনলাইন আবেদন জমা দিতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: গ্রুপ ‘সি’ পদে প্রার্থীদের নিয়োগের জন্য প্রিলিমিনারি এলিজিবিলিটি টেস্ট (PET) ২০২১-এর অনলাইন রেজিস্ট্রশন প্রক্রিয়া শুরু করেছে উত্তরপ্রদেশ অধস্তন পরিষেবা নির্বাচন কমিশন (UPSSSC)। UPSSSC-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২১ জুন পর্যন্ত পরীক্ষার জন্য তাঁদের অনলাইন আবেদন জমা দিতে পারবেন।
advertisement

PET ২০২১ আবেদন প্রক্রিয়া ২৪ মে থেকে শুরু হয়েছে এবং UPSSSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে এখনও আবেদন প্রক্রিয়া বহাল রয়েছে। যদিও কমিশনের তরফে এখনও ঘোষণা করা হয়নি UPSSSC PET ২০২১ পরীক্ষার তারিখ।

যোগ্যতা:

শিক্ষা: UP PIT ২০২১ অংশগ্রহণে আগ্রহী এমন প্রার্থীদের অবশ্যই ভারতের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

advertisement

বয়সসীমা: পদের জন্য আবেদন করা প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কী ভাবে আবেদন জানাবেন:

স্টেপ ১: প্রথমে UPSSSC-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

স্টেপ ২: নিউজ এবং অ্যালার্ট বিভাগে, PET বিজ্ঞাপনের সঙ্গে উল্লিখিত Click Here অপশনে ক্লিক করুন।

স্টেপ ৩: আপনি একটি নতুন পৃষ্ঠা দেখতে পাবেন, আবেদন ফর্মটি পূরণ করতে ‘Apply’ অপশনে ক্লিক করুন।

advertisement

স্টেপ ৪: ‘Candidate Registration’-এ ক্লিক করুন।

স্টেপ ৫: রেজিস্ট্রশন ফর্মটি পূরণ করুন এবং নথিগুলি আপলোড করুন।

স্টেপ ৬: অনলাইন মোডে আবেদন ফি এবং আবেদনপত্র জমা দিন।

স্টেপ ৭: আবেদন ফর্মটির একটি প্রিন্ট আউট নিন।

প্রার্থীরা তাঁদের আবেদনগুলিতে ২৮ জুন পর্যন্ত দরকারে কিছু পরিবর্তন করতে পারবেন। তবে এই পরিবর্তনটি একবারেই অনুমোদিত হবে।

advertisement

আবেদন ফি:

জেনারেল এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসাবে দিতে হবে ১৮৫ টাকা। অন্য দিকে SC, ST বিভাগের প্রার্থীদের ৯৫ টাকা ফি দিতে হবে। এছাড়া PH ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ২৫ টাকা।

নির্বাচন প্রক্রিয়া:

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

গ্রুপ ‘সি’ পদে নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়াটিতে একটি প্রাথমিক ও একটি প্রধান পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। যদিও এর আগে গ্রুপ ‘সি’ পদে নিয়োগের জন্য কমিশন কর্তৃক মাত্র একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UPSSSC PET 2021 Recruitment: গ্রুপ ‘সি’ পদের জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন, আবেদন করুন এখুনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল