NIMR Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে NIMR-এর অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
আরও পড়ুন: Sub Inspector-সহ ৯৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর থেকে! জেনে নিন যাবতীয় তথ্য...
advertisement
NIMR Recruitment 2021: বিশেষ ঘোষণা
ICMR-NIMR-এর তরফে জানানো হয়েছে, প্রার্থীদের “ICMR - NIMR, NIE Campus, 2nd Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600077” দ্বারা অধিগৃহীত দফতরে নন-ইন্সটিটিউশনাল প্রজেক্ট হিউম্যান পদে অল্প সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: সরকারি প্রকল্পে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, আজই আবেদন করুন
প্রার্থীদের উদ্দেশ্যে আরও জানানও হয়েছে যে, সম্পূর্ন নিয়োগ প্রক্রিয়াটি ফান্ড, ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং ভারপ্রাপ্ত অথরিটির অনুমোদনের সাপেক্ষে সম্পন্ন হবে। সে ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত কোনও প্রকার দ্বায়িত্ব ICMR-NIMR কর্তৃপক্ষ নেবে না।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল ইন্সটিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ (NIMR)
পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট টেকনিশিয়ান, মাল্টিটাস্কিং স্টাফ এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৭
কাজের স্থান: চেন্নাই
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৩.১০.২০২১
NIMR Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট শূন্যপদের সংখ্যা ৭টি রয়েছে বলে জানানো হয়েছে।
NIMR Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট IV (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট): ১টি পদ
সিনিয়র প্রজেক্ট রিসার্চ ফেলো (SRF): ১টি পদ
প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট-III (প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট): ১টি পদ
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট -II (প্রজেক্ট টেকনিশিয়ান- III): ২টি পদ
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট -I (প্রজেক্ট টেকনিশিয়ান- I): ১টি পদ
প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট- IV (MTS) ১টি পদ
NIMR Recruitment 2021: নিবার্চন পদ্ধতি
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে যে, কোনও প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের মূলত ইন্টারভিউয়ের ফলাফলের ওপর ভিত্তি করেই নির্বাচন করা হবে।
