আরও পড়ুন : দারুন খবর! কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...
ছত্তিসগঢ় পুলিশে নিয়োগে শূন্যপদের বিবরণ
মোট ৯৭৫ টি শূন্যপদে নিয়োগ করবে ছত্তিসগঢ় পুলিশ। রয়েছে -
১. সুবেদার পদে ৫৮টি শূন্যপদ
২. সাব ইন্সপেক্টর পদে ৫৭৭টি শূন্যপদ
৩. সাব ইন্সপেক্টর স্পেশাল ব্রাঞ্চ পদে রয়েছে ৬৯টি শূন্যপদ
advertisement
৪. প্ল্যাটুন কম্যান্ডার পদে রয়েছে ২৪৭টি শূন্যপদ
৫. সাব ইন্সপেক্টর (আঙ্গুল চিন) পদে রয়েছে ৬টি শূন্যপদ
৬. সাব ইন্সপেক্টর (ডকুমেন্ট আন্ডার কোয়েশচেন) পদে রয়েছে ৩টি শূন্যপদ
৭. সাব ইন্সপেক্টর (কম্পিউটার) পদে রয়েছে ৬টি শূন্যপদ
৮. সাব ইন্সপেক্টর (টেলি কমিউনিকেশন) পদে রয়েছে ৯টি শূন্যপদ
ছত্তিসগঢ় পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর, ২০২১ থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২১।
ছত্তিসগঢ় পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা
যোগ্যতা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য় ছত্তিসগঢ় পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এই সংক্রান্ত একটি নোটিফিকেশনও দেওয়া রয়েছে যা থেকে তথ্য মিলতে পারে।
আরও পড়ুন : ৫০ হাজার জনকে নিখরচায় রেলের ট্রেনিং! সুযোগ বাংলার ছেলেমেয়েদেরও! বড় ঘোষণা রেলের
ছত্তিসগঢ় পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ এবং সর্বোচ্চ হতে হবে ৩৪ বছর পর্যন্ত।
ছত্তিশগড় পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি -
জেনেরাল ও OBC ক্য়াটাগরির প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৪০০ টাকা করে দিতে হবে। SC/ST ক্যাটাগরির প্রার্থীর ২০০ টাকা করে ফি দিতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা - ছত্তিসগঢ় পুলিশ
শূন্যপদ - ৯৭৫
পদ - সাব ইন্সপেক্টর-সহ বেশ কয়েকটি পদে নিয়োগ হবে
আবেদনের মাধ্যম - অনলাইন
আবেদন করা যাবে - cgpolice.gov.in থেকে
আবেদন প্রক্রিয়া শুরু- ১ অক্টোবর, ২০২১
আবেদনের শেষ তারিখ - ৩১ অক্টোবর, ২০২১
আবেদনের ফি - জেনেরাল ও OBC ক্য়াটাগরির প্রার্থীদের ৪০০ টাকা করে দিতে হবে। SC/ST ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা করে দিতে হবে
বয়সসীমা - ২১ থেকে ৩৪
বেতন কাঠামো - জানানো হয়নি
নিয়োগ প্রক্রিয়া - জানানো হয়নি