ওএনজিসি ওপিএএল রিক্রুটমেন্ট ২০২১: গুরুত্বপূর্ণ তারিখ
এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে অনলাইন আবেদনের শুরু হয়েছে ১৭ জুন, ২০২১ থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ জুলাই ৭, ২০২১ করা হয়েছে। সময় বাড়ানো হলে জানিয়ে দেওয়া হবে।
ওএনজিসি ওপিএএল রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ
এক্সিকিউটিভ পদের জন্য মোট শূন্যপদ হল ২৫টি, নন-এক্সিকিউটিভ পদের জন্য শূন্যপদ রয়েছে ৬টি।
advertisement
ওএনজিসি ওপিএএল রিক্রুটমেন্ট ২০২১: যোগ্যতা
এক্সিকিউটিভ পদের জন্য কেমিক্যালস অথবা পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং হাইড্রোকার্বন ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রত্যেকের যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণির ডিগ্রিধারী প্রার্থীকে যোগ্য বলে বিচার করা হবে। এই সব পদে ক্র্যাকার অপারেশন ( Cracker Operations), পলিমার অপারেশনস (Polymer Operations), ইউ অ্যান্ড ও অপারেশনস (U & O Operations), মেকানিক্যাল মেইনট (Mechanical Maint), ইনস্ট্রুমেন্টেশন মেইনট (Instrumentation Maint ), ইলেক্ট্রিক্যাল মেইনট (Electrical Maint ), ফায়ার (Fire), সিটিএস (CTS), ফিনান্স (Finance), ইনফর্মেশন টেকনোলজি (Information Technology) ও এসএপি (SAP) বিভাগে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল সাইটে যেতে হবে। এছাড়া নন-এক্সিকিউটিভ পদের জন্য ক্র্যাকার অপারেশনস (Cracker Operations) ও পলিমার অপারেশনস (Polymer Operations)-এর পদ রয়েছে।
উপরে উল্লেখিত প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা, বয়সসীমা ও আকর্ষণীয় বেতনসীমা রাখা হয়েছে। বার্ষিক বেতন কাঠামো রাখা হয়েছে যা সকলে বুঝতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করে নেওয়া বাঞ্ছনীয়।