TRENDING:

NALCO Executive Recruitment 2021: ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে প্রচুর পদে একজিকিউটিভ নিয়োগ

Last Updated:

NALCO Executive Recruitment 2021: প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের (National Aluminium Company Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। একজিকিউটিভ পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Job Vacancy
Job Vacancy
advertisement

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে mudira.nalcoindia.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।

NALCO Executive Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ নভেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

advertisement

NALCO Executive Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৮৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

NALCO Executive Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

ডিওয়াই. ম্যানেজার: ৫২টি পদ

জেনারেল ম্যানেজার: ১২টি পদ

গ্রুপ জেনারেল ম্যানেজার: ৩টি পদ

ম্যানেজার: ৭টি পদ

সিনিয়র ম্যানেজার: ৭টি পদ

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার: ৭টি পদ

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের (National Aluminium Company Limited)

পদের নাম: ডিওয়াই. ম্যানেজার, জেনারেল ম্যানেজার, গ্রুপ জেনারেল ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার

আরও পড়ুন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে মেগা রিক্রুটমেন্ট! রইল যাবতীয় তথ্য

শূন্যপদের সংখ্যা: ৮৬

কাজের স্থান: কিছু জানানো হয়নি

advertisement

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: শর্টলিস্ট ও ইন্টারভিউ

আবেদন প্রক্রিয়া শুরু: ০৮.১১.২০২১

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৭.১২.২০২১

NALCO Executive Recruitment 2021: আবেদনের যোগ্যতা

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে জানতে এই লিঙ্কটি https://mudira.nalcoindia.co.in/iorms/UploadData/Advertisement/637717232934495595_Final%20Advt%2005112021.pdf ব্যবহার করতে পারেন।

advertisement

NALCO Executive Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের আবেদনপত্রের ভিত্তিতে নিয়োগের জন্য প্রথমে নাম শর্টলিস্ট করা হবে। পরবর্তীতে শর্টলিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আরও পড়ুন- উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ চলছে! আবেদন করুন শীঘ্র

আরও বিস্তারিত জানতে প্রার্থীরা NALCO-এর অফিসিয়াল ওয়েবসাইটে mudira.nalcoindia.co.in গিয়ে খোঁজ নিতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NALCO Executive Recruitment 2021: ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে প্রচুর পদে একজিকিউটিভ নিয়োগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল