TRENDING:

UtsaShree Scheme|| শিক্ষকদের বাড়ির কাছে বদলি এখন মাত্র এক ক্লিকেই! নয়া প্রকল্প 'উৎসশ্রী'র ঘোষণা মমতার

Last Updated:

CM Mamata Banerjee announces UtsaShree Scheme: শিক্ষক-শিক্ষিকাদের বদলি নিয়ে হয়রানির দিন এ বারে শেষ হতে চলেছে। বাড়ির কাছে বদলি পেতে 'উৎসশ্রী' প্রকল্প শুরু হচ্ছে শীঘ্রই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিক্ষক-শিক্ষিকাদের বদলি (Teachers Transfer) নিয়ে হয়রানির দিন এ বারে শেষ হতে চলেছে। বাড়ির কাছে বদলি পেতে 'উৎসশ্রী' প্রকল্প (UtsaShree Scheme) শুরু হচ্ছে শীঘ্রই। মাত্র একটি ক্লিকেই ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা এ বারে বদলির আবেদন জানাতে পারবেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়েছেন।
advertisement

কী রয়েছে এই প্রকল্পে?

এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উৎসশ্রী নামে একটি পোর্টাল (Portal) চালু করছে রাজ্য। বাড়ির কাছে বদলি চাইলে শিক্ষকরা এই পোর্টালে আবেদন করতে পারবেন। কবে থেকে এই প্রকল্প চালু হবে, তা অবশ্য স্পষ্ট করা হয়নি।

advertisement

প্রসঙ্গত, নিজের জেলা বা নিজের বাড়ির কাছে বদলি চান বহু শিক্ষক-শিক্ষিকারা। বহুদিন ধরে বিষয়টি আটকে ছিল বলে খবর। এবার সেই আবেদন খতিয়ে দেখতে প্রকল্প চালু করছে রাজ্যে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “বহু শিক্ষক শিক্ষিকা নিজের বাড়ির কাছে, জেলায় বদলি হতে চায়। একটা স্কুলে সকলে যদি এক জেলায় বদলি হতে চান, তা তো সম্ভব হবে না। তবে অ্যাডজাস্ট করে এই বদলি করা হবে।” তিনি আরও জানান, এ বার থেকে শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই বদলির জন্য আবেদন করতে পারবেন। তাঁদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে শিক্ষা দফতর। এ বার অনলাইনে (Online Portal) বদলির আবেদন করা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UtsaShree Scheme|| শিক্ষকদের বাড়ির কাছে বদলি এখন মাত্র এক ক্লিকেই! নয়া প্রকল্প 'উৎসশ্রী'র ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল