যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আইআইটি বম্বের অফিশিয়াল ওয়েবসাইটে দরখাস্তপত্র দেখতে পারেন । আগামী ২৭ অগাস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। নির্দিষ্ট তারিখের পরে আর আবেদনপত্র জমা নেওয়া হবে না ৷
advertisement
তবে প্রত্যেকটি পদের নির্বাচন পর্ব একরকম ভাবে হবে না বলে জানিয়েছে আইআইটি বম্বে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কী ভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে তা বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
টেকনিক্যাল সুপারিন্ডেন্টেন্ট পদের জন্য লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। একমাত্র যে সকল পরীক্ষার্থী স্কিল টেস্টে উত্তীর্ণ হবেন, তাঁরাই এই পদের লিখিত পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে টেকনিক্যাল সুপারিন্টেন্ডেন্ট পদে লিখিত পরীক্ষার নম্বর এবং পরবর্তীকালে মেধা তালিকায় স্থানের উপরে ভিত্তি করেই চূড়ান্ত নির্বাচন করা হবে।
আবার শিক্ষক পদের জন্য প্রার্থীদের প্রথমে স্ক্রিনিং টেস্ট দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় বসতে পারবেন তাঁরা। চূড়ান্ত বাছাই পর্ব লিখিত পরীক্ষার নম্বর এবং পরবর্তীকালে মেধা তালিকার স্থানের ভিত্তিতে করা হবে।
রেজিস্ট্রার পদের জন্য নিয়োগ ডেপুটেশনের মাধ্যমে পূরণ করা হবে। অন্য দিকে, ডেপুটি রেজিস্ট্রার পদে ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগপর্বের প্রাথমিক তালিকার জন্য বাছাই পর্বে প্রার্থীদের ধাপে ধাপে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, প্রিলিমিনারি ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে যেতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানার জন্য আবেদনকারীদের আইআইটি বম্বের অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।