ট্রেনিং করার জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ক্রাফ্টম্যানশিপ ট্রেনিং স্কিমে মোট ২০৬ জন প্রার্থীকে ট্রেনিং দেওয়া হবে। বিস্তারিত দেখে নেওয়া যাক শূন্যপদ ও যাবতীয় তথ্য-
কোন কোন পদে শূন্যপদ রয়েছে-
মোট ৬টি পদে নিয়োগ করা হবে। সেগুলি হল ইলেক্ট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, কোপা (COPA), সিউয়িং প্রযুক্তি বা টেলরিং।
কোন পদে কত শূন্যপদ?
advertisement
ইলেক্টিশিয়ান পদে ২০টি শূন্যপদ রয়েছে। ফিটার পদে ৪০টি শূন্যপদ রয়েছে। মেশিনিস্ট পদে রয়েছে ১৬টি শূন্যপদ। ওয়েল্ডার পদে রয়েছে ৪০টি শূন্যপদ। কোপা-র জন্য রয়েছে ৪৮টি এবং টেলরিংয়ের জন্য ৪২টি শূন্যপদ রয়েছে।
আবেদনের জন্য ফর্ম কোথায় পাওয়া যাবে?
ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় ফর্ম পাওয়া যাবে এইচইসিএল-এর ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট লিঙ্কটি হল http://hecltd.com/।
ওই আবেদনপত্রটি সঠিক ভাবে ফিল আপ করতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তা ডাকযোগে পাঠাতে হবে।
ডাকযোগে পাঠানোর ঠিকানা কী?
আবেদনপত্র ডাকযোগে পাঠানোর ঠিকানা হল- Principal, HEC Training Institute (HTI), Plant Plaza Road, Dhurwa, Ranchi-834004 (Jharkhand)।
কোন তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে?
আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৩১ জুলাই ২০২১। ওই দিনের মধ্যে ডাকযোগের মাধ্যমে আবেদনকারীর যাবতীয় তথ্য ও আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফি কত?
তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না। তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে ওই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন। বাকিদের জন্য ৭৫০ টাকা ফি জমা করতে হবে।
বয়সসীমা কত?
যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সসীমা ৩১ জুলাই ২০২১-এর মধ্যে সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের নূন্যতম ১০ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তবে ওয়েল্ডার ও টেলারিংয়ের জন্য তা না হলেও চলবে। ওই দু'টি ক্ষেত্রের জন্য আবেদনকারীদের নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।