TRENDING:

JEE Mains 2025 session 2 and CBSE: একই দিনে সিবিএসই এবং জয়েন্ট মেনসের দ্বিতীয় পর্বের পরীক্ষা! সময় পিছল ন্যাশনাল টেস্টিং এজেন্সি...

Last Updated:

কোন কোন দিনে পরীক্ষা নেওয়া হবে, তা পরীক্ষার্থীরা এনটিএ-এর ওয়েবসাইটে লগ ইন করে জেনে নিতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একই দিনে সিবিএসই এবং জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেনসের দ্বিতীয় পর্বের পরীক্ষা হতে চলেছে। এনটিএ-র তরফে প্রকাশিত জেইই মেনস-এর দ্বিতীয় পর্বের পরীক্ষাসূচি অনুযায়ী, ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)-এর পেপার ১-এর পরীক্ষা।  ২ এপ্রিলই সিবিএসই-র দ্বাদশের বাংলা, আরবি-সহ ২৮টি ভাষার পরীক্ষা। তার জেরেই  সময় পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
JEE Mains 2025 session 2 and CBSE boards clash
JEE Mains 2025 session 2 and CBSE boards clash
advertisement

দ্বিতীয় পর্বের পরীক্ষাসূচি অনুযায়ী, ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই)/ ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)-এর পেপার ১-এর পরীক্ষা হবে। তবে দ্বাদশে পরীক্ষা দেবেন এমন পরীক্ষার্থীদের জন্য অন্য দিনে জেইই মেনসের ব্যবস্থা করা হয়েছে। কোন কোন দিনে পরীক্ষা নেওয়া হবে, তা পরীক্ষার্থীরা এনটিএ-এর ওয়েবসাইটে লগ ইন করে জেনে নিতে পারবেন।

advertisement

আরও পড়ুন– ২৮-এই বিধবা হন এই জনপ্রিয় অভিনেত্রী, লড়াই চালিয়ে গিয়েছেন, আজও শ্বশুর-শাশুড়ির আদরের মেয়ে

এর জন্য প্রার্থীদের নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করে এগ্‌‌জ়ামিনেশন সিটি ইন্টিমেশন স্লিপ এবং নতুন অ্যাডমিট কার্ডের আবেদন জানাতে হবে। ২৯ মার্চ বিকেল পাঁচটার মধ্যে এই আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য পোর্টাল চালু করে দেওয়া হয়েছে।

advertisement

২, ৩, ৪, ৭ এপ্রিল জেইই মেনস-এর দ্বিতীয় পর্বের পেপার ১-এর পরীক্ষা দু’টি শিফ্‌টে নেওয়া হবে। প্রথম শিফ্‌টের সময় সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয় শিফ্‌টের সময় বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৮ এপ্রিলের পেপার ১-এর পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আবার ৯ এপ্রিল আর্কিটেকচার, প্ল্যানিং বিষয়ের পেপার ২এ, পেপার ২বি এবং পেপার ২এ অ্যান্ড ২বি পরীক্ষা হবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেইই মেনস-এর সেশন ২-এর পরীক্ষা দেশ এবং বিদেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে। একই দিনে দু’টি সর্বভারতীয় পরীক্ষার সূচি হওয়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, যাদের পরীক্ষা একই দিনে পড়েছে, তাদের জেইই মেনস আলাদা করে গ্রহণ করা হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Mains 2025 session 2 and CBSE: একই দিনে সিবিএসই এবং জয়েন্ট মেনসের দ্বিতীয় পর্বের পরীক্ষা! সময় পিছল ন্যাশনাল টেস্টিং এজেন্সি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল