TRENDING:

Joint Entrance Exam: সরস্বতী পুজোর দিন হবে না জয়েন্ট এন্ট্রান্স, দিন বদল পরীক্ষার! খুশির খবর জানিয়ে পোস্ট মমতার

Last Updated:

Joint Entrance Exam: জয়েন্ট পরীক্ষার দিন বদল৷ ২৩ জানুয়ারি হবে না জয়েন্ট পরীক্ষা৷ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো ওই দিনই থাকায় জয়েন্টের দিন নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য৷ রাজ্যের দাবিতেই অবশেষে মান্যতা দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জয়েন্ট পরীক্ষার দিন বদল৷ ২৩ জানুয়ারি হবে না জয়েন্ট পরীক্ষা৷ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো ওই দিনই থাকায় জয়েন্টের দিন নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য৷ রাজ্যের দাবিতেই অবশেষে মান্যতা দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়েন্ট পরীক্ষার দিন বদল৷ বৃহস্পতিবার এক্স পোস্ট করে ছাত্রছাত্রীদের সুখবর করে জানালেন মুখ্যমন্ত্রী৷
সরস্বতী পুজোর দিন হবে না জয়েন্ট এন্ট্রান্স, দিন বদল পরীক্ষার! খুশির খবর জানিয়ে পোস্ট মমতার
সরস্বতী পুজোর দিন হবে না জয়েন্ট এন্ট্রান্স, দিন বদল পরীক্ষার! খুশির খবর জানিয়ে পোস্ট মমতার
advertisement

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘এর আগে ভারত সরকার / ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২৩ জানুয়ারি যৌথ প্রবেশিকা পরীক্ষা (Joint Entrance Examination) নির্ধারণ করেছিল, যা নেতাজির জন্মদিন এবং সরস্বতী পূজার দিন। এই দিনটি শিক্ষার্থীরা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করে অভ্যস্ত। এর ফলে আমাদের ছাত্রছাত্রীদের বড় অসুবিধার মুখে পড়তে হচ্ছিল, এবং আমি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানাই। আমার হস্তক্ষেপের ফলে ভারত সরকার / ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্র ও ছাত্রীদের জন্য একটি বিকল্প পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে, ফলে তারা ওই দিন দেবী সরস্বতীর পূজা করার সুযোগ পাবে। শুভেচ্ছা রইল!’’

advertisement

advertisement

আরও পড়ুন: কনকনে ঠান্ডায় জলে হাত দিলেই কাঁপুনি! শীতে রোজ স্নান না করলে কী আদৌ কোনও ক্ষতি হয় শরীরের? বড় ভুল ভাঙালেন বিশেষজ্ঞ

প্রসঙ্গত ২৩ জানুয়ারি ন্যাশনাল টেস্টিং এজেন্সি’র তরফে জয়েন্ট এন্ট্রান্সের মেইনস-এর পরীক্ষা দেওয়া হয়েছিল। আর এতেই তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য৷ ২৩ জানুয়ারি একদিকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন৷ অন্যদিকে এ বছর ওইদিনেই পড়েছে সরস্বতী পুজো৷ বেশিরভাগ স্কুলেই পালন করা হয়৷ ফলে ওইদিন স্কুলের কাজকর্ম বন্ধ থাকে৷ ফলত পরীক্ষা নিতে সমস্যা হতে পারে৷ ওইদিন পরীক্ষা ফেললে পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে, জানায় রাজ্য৷

advertisement

পাশাপাশি রাজ্য যুক্তি ছিল নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো এই দুইয়ের সঙ্গেই বাঙালির আবেগ অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ পরীক্ষার দিন ঘোষণা হওয়ার পরেই তাই আপত্তি জানায় রাজ্য৷

আরও পড়ুন: দামি উলের পোশাক থেকে উঠছে রোঁয়া? চিরুনি, সেলোটেপ…৫ হ্যাক কাজে লাগালেই কেল্লাফতে! পুরনো সোয়েটার, মাফলারও হয়ে যাবে নতুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু'চোখে ভরা স্বপ্ন,পরিবারের সঙ্গী নিত্য অনটন,৮ বছরেই লংজাম্পে নজির, রাখি পাঁশকুড়ার গর্ব
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে পোস্টও করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানান হয়েছে, ২০২৬ সালের ২৩শে জানুয়ারি সরস্বতী পুজো রয়েছে। তাই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের কাছ থেকে আসা অনুরোধের ভিত্তিতে ওইদিন পরীক্ষার দিন বদল করা হচ্ছে। ওই দিন যে পরীক্ষা ছিল তা অন্যদিন হবে। নতুন তারিখটি JEE (Main) ২০২৬ সেশন-১ এর জন্য নির্ধারিত অন্যান্য বিজ্ঞাপিত তারিখগুলোর মধ্য থেকেই দেওয়া হবে। বিশদে জানার জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Joint Entrance Exam: সরস্বতী পুজোর দিন হবে না জয়েন্ট এন্ট্রান্স, দিন বদল পরীক্ষার! খুশির খবর জানিয়ে পোস্ট মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল