এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘এর আগে ভারত সরকার / ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২৩ জানুয়ারি যৌথ প্রবেশিকা পরীক্ষা (Joint Entrance Examination) নির্ধারণ করেছিল, যা নেতাজির জন্মদিন এবং সরস্বতী পূজার দিন। এই দিনটি শিক্ষার্থীরা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করে অভ্যস্ত। এর ফলে আমাদের ছাত্রছাত্রীদের বড় অসুবিধার মুখে পড়তে হচ্ছিল, এবং আমি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানাই। আমার হস্তক্ষেপের ফলে ভারত সরকার / ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্র ও ছাত্রীদের জন্য একটি বিকল্প পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে, ফলে তারা ওই দিন দেবী সরস্বতীর পূজা করার সুযোগ পাবে। শুভেচ্ছা রইল!’’
advertisement
প্রসঙ্গত ২৩ জানুয়ারি ন্যাশনাল টেস্টিং এজেন্সি’র তরফে জয়েন্ট এন্ট্রান্সের মেইনস-এর পরীক্ষা দেওয়া হয়েছিল। আর এতেই তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য৷ ২৩ জানুয়ারি একদিকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন৷ অন্যদিকে এ বছর ওইদিনেই পড়েছে সরস্বতী পুজো৷ বেশিরভাগ স্কুলেই পালন করা হয়৷ ফলে ওইদিন স্কুলের কাজকর্ম বন্ধ থাকে৷ ফলত পরীক্ষা নিতে সমস্যা হতে পারে৷ ওইদিন পরীক্ষা ফেললে পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে, জানায় রাজ্য৷
পাশাপাশি রাজ্য যুক্তি ছিল নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো এই দুইয়ের সঙ্গেই বাঙালির আবেগ অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ পরীক্ষার দিন ঘোষণা হওয়ার পরেই তাই আপত্তি জানায় রাজ্য৷
সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে পোস্টও করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানান হয়েছে, ২০২৬ সালের ২৩শে জানুয়ারি সরস্বতী পুজো রয়েছে। তাই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের কাছ থেকে আসা অনুরোধের ভিত্তিতে ওইদিন পরীক্ষার দিন বদল করা হচ্ছে। ওই দিন যে পরীক্ষা ছিল তা অন্যদিন হবে। নতুন তারিখটি JEE (Main) ২০২৬ সেশন-১ এর জন্য নির্ধারিত অন্যান্য বিজ্ঞাপিত তারিখগুলোর মধ্য থেকেই দেওয়া হবে। বিশদে জানার জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে৷
