আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে জানান হয়েছে রবিবার বেলা ১০ টা নাগাদ ফল প্রকাশ করা হবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা jeeadv.ac.in-এই অফিসিয়াল সাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন। আইআইটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ নির্ভর করছে JEE Advanced-এর ফলাফলের উপর।
আরও পড়ুন: দিল্লিতে হাসিনা! রবিবার মোদির শপথে কোন কোন দেশের প্রধান? অনুষ্ঠানের পরেও থাকছে বড় চমক
advertisement
কীভাবে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা
১. জেইই-এর অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in -এ যান।
২.“JEE Advanced Result 2024.”-এর লিঙ্কে যান
৩.রোল নম্বর, জন্ম সালও তারিখ এবং ফোন নম্বর দিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করতে হবে
৪. এবার সাবমিট বোতাম চেপে দিন।
৫.স্ক্রিনে ভেসে উঠবে JEE Advanced 2024-এর ফলাফল।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2024 9:57 AM IST