TRENDING:

ফের অনন্য সম্মান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, Qs world র‍্যাঙ্কিং-এ দেশের মধ্যে ৮ম!

Last Updated:

গত জুলাই মাসে কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে জায়গা দখল করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের মুকুটে পালক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। Qs world র‍্যাঙ্কিং-এ ফের স্বীকৃতি যাদবপুরের। 'সাসটেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট'-এর ক্যাটাগরিতে স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বজুড়ে ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। ভারতের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় এসেছে। তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই একমাত্র রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, যেটি স্বীকৃতি পেয়েছে এই ক্যাটাগরিতে। রাজ্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম এবং দেশজুড়ে অষ্টম স্থান অধিকার কলকাতার এই বিশ্ববিদ্যালয়ের।
advertisement

সারা দেশ থেকে যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এই র‍্যাঙ্কিং-এ জায়গা পেয়েছে, তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এই তালিকায় নাম রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের।

আরও পড়ুন: রাজ্য জুড়ে স্কুলে স্কুলে এবার 'শিশু সংসদ'! আট দফা গাইডলাইন জারি স্কুল শিক্ষা দফতরের...

advertisement

গত জুলাই মাসে কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে জায়গা দখল করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: উচ্চশিক্ষাস্থলে মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজর, নতুন গাইডলাইন ঘোষণা ইউজিসির

গত ১১ অক্টোবর (২০২২) আমেরিকার ক্যালিফোর্নিয়ার পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাফল্য প্রকাশ পেয়েছিল। ভারতের মোট ৩৯৭৬ জন বিজ্ঞানীদের মধ্যে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের-ই ৪২ জন (গত বছর ছিল ২৯) জায়গা পেয়েছিলেন এই তালিকায়। তার নিরিখে 'ভারতসেরা'র শিরোপা অর্জন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ফের অনন্য সম্মান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, Qs world র‍্যাঙ্কিং-এ দেশের মধ্যে ৮ম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল