ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কেন এত ঢিলেঢালা মনোভাব কর্তৃপক্ষের?অ্যান্টি র্যাগিং স্কোয়াডের বৈঠকে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা স্কোয়াডের সদস্যদের। আজ বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন সদস্যদের নিয়ে নবগঠিত অ্যান্টি র্যাগিং স্কোয়াড-এর বৈঠক হয়। সেই বৈঠকেই অ্যান্টি র্যাগিং স্কোয়াড নতুন করে কোনও তদন্ত করবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: অক্টোবরে কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ…? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা
গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। সেই ঘটনায় ইতিমধ্যে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে জামিনে রয়েছে একজন। তবে বাকি ১২ জন এখনও জেলে। সেই সংক্রান্ত মামলাও চলছে আদালতে।
এই ঘটনায় ধৃতেরা যদি জামিনও পায় সে ক্ষেত্রে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা হস্টেলে ঢুকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির (ইসি) বৈঠকে ইতিমধ্যেই নেওয়া হয়ে এই সিদ্ধান্ত। এবার তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল অ্যান্টি র্যাগিং স্কোয়াড।