আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শুন্যপদ | সংখ্যা |
কুক আইটি | ৩ |
এমটি ড্রাইভার | ১০ |
বুট মেকার/ রিপেইয়ার | ১ |
কুক স্পেশ্যাল | ১২ |
এলডিসি | ৩ |
মশালচি | ২ |
ওয়েটার | ১১ |
ফ্যাটিগম্যান | ২১ |
এমটিএস | ২৮ |
গ্রাউন্ডসম্যান | ৪৬ |
জিসি অর্ডারলি | ৩৩ |
গ্রুম | ৭ |
বার্বার | ২ |
ইকুইপ রিপেইয়ার | ১ |
বাইসাইকেল রিপেয়ার | ৩ |
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ড | ১ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুন (Indian Military Academy) |
পদের নাম | এমটিএস ও অন্যান্য পদ |
শূন্যপদের সংখ্যা | ১৮৮ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | প্রয়োজন অনুসারে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে |
শিক্ষাগত যোগ্যতা:
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয় জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10628_1_2122b.pdf
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্কের অধীনে মেগা রিক্রুটমেন্ট! কবে থেকে, কীভাবে আবেদন করবেন? জানুন...
আবেদন ফি:
সমস্ত প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে পরীক্ষা পদ্ধতি নির্ণয় করবে কর্তৃপক্ষ।