সোমবার সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়েই এ কথা জানানো হয়েছে৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, যদি এই নিয়মে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং কর্মীরা খুশি থাকেন, তাহলে সংস্থার মুম্বাই অফিসে স্থায়ী ভাবে চার দিন কাজের নিয়ম কার্যকর করা হবে (Four Day Work)৷
আরও পড়ুন: লোকসভায় প্রচুর চাকরির সুযোগ, জেনে নিন কারা, কীভাবে আবেদন করতে পারবেন!
advertisement
সাইবার সিকিউরিটির সঙ্গে যুক্ত এই সংস্থায় প্রায় দুশো কর্মী কাজ করেন৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, ভবিষ্যতে চার দিন ছুটিই কর্মক্ষেত্রে কার্যকর হতে চলেছে৷ সেকথা মাথায় রেখেই এখন থেকে এগোতে চাইছে সংস্থা৷ যাতে সংস্থার কর্মীরা অফিস এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন৷
টিএসি সিকিউরিটির সিইও এবং প্রতিষ্ঠাতা ত্রিশিৎ অরোরা বলেন, 'আমাদের কর্মীরা বেশির ভাগই অল্প বয়সি৷ তাই কর্মীদের উপর থেকে চাপ কমাতে আমরা যে কোনও পরীক্ষা নিরীক্ষা করতেই পারি৷ উৎপাদনশীলতার মান ঠিক রেখেও কর্মীদের স্বাস্থ্য এবং ভালো থাকাটাই আমাদের কাছে সবথেকে বেশি অগ্রাধিকার পায়৷'
নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীরা যাতে সর্বাধিক কাজ করতে পারেন, তার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেছে টিএসি সিকিউরিটি৷ যাতে কাজের সময়ের বাইরে সংস্থার কোনও কর্মীকেই সতীর্থদের কোনও কাজের বিষয় নিয়ে বিরক্ত করতে না হয়৷ নতুন এই নিয়মে সপ্তাহে চারদিন আরও বেশি সময় অফিসে থাকতে হবে সংস্থার কর্মীদের৷ কিন্তু তা সত্ত্বেও বাকি তিন দিন নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন তাঁরা৷ ফলে এই নিয়মে সন্তুষ্ট বেশিরভাগই কর্মীই৷ তাঁদের মধ্যে অনেকেই আবার নিজেদের পেশাদারি জগতে উন্নতি করতে সপ্তাহান্তের ছুটিতে কোনও বিশেষ কোর্সে ভর্তি হয়েছেন অথবা পড়াশোনা করছেন৷ ওই কর্মীদের দক্ষতা বাড়লে আদতে সংস্থারই লাভ হবে৷