Indian Army Bharti 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- স্কুল খোলার ঝুঁকি এখনই নয়! খুদে পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'
Indian Army Bharti 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Army Bharti 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
কুক- ১১টি পদ
ওয়াশারম্যান- ৩টি পদ
সাফাইওয়ালা - ১৩টি পদ
বার্বার- ৭টি পদ
এলডিসি হেডকোয়ার্টার - ৭টি পদ
এলডিসি এমআইআর- ৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভারতীয় সেনাবাহিনী (Indian Army) |
পদের নাম: | মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আহমেদনগর গ্রুপ সি |
শূন্যপদের সংখ্যা: | ৪৫ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ বিবরণ দেখুন |
বেতনক্রম: | কুক এবং এলডিসি - প্রতি মাসে ১৯৯০০- ৬৩২০০ টাকা, অন্যান্য পদ – প্রতি মাসে ১৮০০০- ৫৬৯০০ টাকা |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ১২.০২.২০২২ |
Indian Army Bharti 2022: আবেদনের যোগ্যতা
কুক- দশম শ্রেণি পাস এবং ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ওয়াশারম্যান – দশম শ্রেণি পাস।
সাফাইওয়ালা - দশম পাস।
নাপিত- দশম পাস।
এলডিসি- দ্বাদশ শ্রেণি পাস, কম্পিউটারে হিন্দিতে প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
আরও পড়ুন- ভ্যাকেন্সি: শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই রেলে চাকরি, বিস্তারিত জানুন
Indian Army Bharti 2022: বয়সসীমা
জেনারেল এবং EWS - ১৮ থেকে ৩৫ বছর
ওবিসি - ১৮ থেকে ২৮ বছর
SC এবং ST - ১৮ থেকে ৩০ বছর
Indian Army Bharti 2022: বেতনক্রম
কুক এবং এলডিসি - প্রতি মাসে ১৯৯০০- ৬৩২০০ টাকা
অন্যান্য পদ – প্রতি মাসে ১৮০০০- ৫৬৯০০ টাকা
Indian Army Bharti 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।