আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। প্রার্থীরা ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। কোর্স শুরু হবে জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: পাওয়ার কর্পোরেশন লিমিটেডে মেগা রিক্রুটমেন্ট! দেরি না করে আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত IAF AFCAT ২০২১-এর আওতায় নিয়োগ করা হবে।
শূন্যপদ | সংখ্যা |
এসএসসি | ৭৭ |
এই | ১২৯ |
অ্যাডমিন | ৫১ |
এসিসিটিএস | ২১ |
এলজিএস | ৩৯ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান এয়ার ফোর্স (Indian Air Force) |
পদের নাম | IAF AFCAT |
শূন্যপদের সংখ্যা | ৩১৭ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | ০১.১২.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩০.১২.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীরা সরাসরি নিয়োগের বিষয়ে আরও বিশদে জানতে (শিক্ষাগত যোগ্যতা, স্টাইপেনড, বয়সসীমা) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
আরও পড়ুন: CSIR-এ প্রচুর পদে নিয়োগ! কোথায় এবং কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত...
বয়সসীমা:
ফ্লাইং ব্রাঞ্চের জন্য প্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, অন্য দিকে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য ২০ থেকে ২৬ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।
অন্যান্য বিষয়:
প্রার্থীদের বিভিন্ন সেন্টারে অনলাইন টেস্টিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি:
প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে এনসিসি স্পেশ্যাল এন্ট্রিদের জন্য কোনও আবেদন ফি লাগবে না। ট্রেনিং শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ, ২০২২ থেকে।