এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,৫২,৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮,২৪,৮৯১ জন। পাশ করেছেন ৭,৩৭,৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে জেলাভিত্তিক প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুর। ১১ টি জেলায় পাশের হার ৯০ পার্সেন্ট বেশি। এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশ বিচারে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ।
advertisement
এদিনের ফল ঘোষণার পর পরই পরবর্তী উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করে সংসদ৷ তবে এবছরে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে৷ সংসদ সভাপতি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমার পরিবর্তন করা হচ্ছে। সকাল ১০টার পরিবর্তে দুপুর ১২টা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দুপুর ১২টা থেকে পর্যন্ত চলবে দুপুর ৩.১৫ মিনিট।
দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নিয়ে এসেছে। এবার সেই সময়সীমার বদল করা হল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিও প্রায় একমাস এগিয়ে আনল সংসদ। আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি৷ চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: একাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বিরাট সিদ্ধান্ত! নতুন নিয়মে আবার কোন বদল? ঘোষণা করল সংসদ
১৬ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা। ১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষার পরীক্ষা, ২০ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা। ২১ ফেব্রুয়ারি – ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টান্সি বিষয়ের পরীক্ষা, ২২ ফেব্রুয়ারি – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস-এর পরীক্ষা।
২৩ ফেব্রুয়ারি – কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজির পরীক্ষা, ২৪ ফেব্রুয়ারি – কেমিস্ট্রি, জার্নালিজম, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক ,ফ্রেঞ্জ বিষয়ের পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস বিষয়ের পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্সের পরীক্ষা, ২৯ ফেব্রুয়ারি স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা।