আরও পড়ুন-৪ দিনের পরীক্ষা সূচি বদল, উচ্চমাধ্যমিকের নয়া দিনক্ষণ ঘোষণা করল সংসদ, জেনে নিন...
প্রসঙ্গত মুখ্য সচিবের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক হয়েছে। যেহেতু এবার হোম সেন্টারে পরীক্ষা হবে তার জন্য সংসদের তরফেই স্পেশাল অবজারভার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি হোম সেন্টার যাতে সশস্ত্র পুলিশ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় তা নিয়েও সংসদের তরফে প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ও ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে সংসদ সভাপতি বলেন ‘‘আমরা ইতিমধ্যেই তালিকা তৈরি করেছি কোন জায়গা গুলোতে ইন্টারনেট বন্ধ রাখা হবে। বিষয়টি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে আলোচনাও হয়েছে আমাদের। পরীক্ষার দু-তিন দিন আগে আমরা তা চূড়ান্ত করে নেব।’’
advertisement
তবে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে না নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন হোম সেন্টারে নেওয়া হচ্ছে তার উত্তরে এদিন সংসদ সভাপতি বলেন, ‘‘ছাত্র-ছাত্রীদের মেন্টাল ট্রমা কাটানোর জন্য আমরা ভেবেছিলাম পড়ুয়াদের যাতে হোম সেন্টারে পরীক্ষা নেওয়া যায়। করোনা পরিস্থিতির কারণে যাতে তাদের বেশি দূরে গিয়ে পরীক্ষা দিতে না হয়। তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’
অন্যদিকে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া পরীক্ষা সূচি ঘোষণা করা হল সংসদের তরফে। পরীক্ষার সূচিতে বেশ কিছু রদবদল করেছে সংসদ। JEE মেইন পরীক্ষার দরুন মোট চার দিনের পরীক্ষার রদবদল করতে হয়েছে সংসদকে। শুধু তাই নয় পরীক্ষা শেষ হওয়ার সময়সীমাও পিছিয়েছে। সংসদ জানিয়েছে ১৩ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ১৮ এপ্রিল।১৬ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ১৩ এপ্রিল। ১৮ এপ্রিলের পরীক্ষাগুলি হবে ২৫ এপ্রিল। ২০ এপ্রিলের পরীক্ষা হবে ২৬ এপ্রিল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়