সারা রাজ্যে ৩৫০টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে যেখানে প্রাথমিক বিভাগও রয়েছে। সেই সমস্ত স্কুলে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস। শুধু তাই নয়, নির্দেশে উল্লেখ করা হয়েছে, পড়ুয়াদের মিড-ডে বন্ধ করা যাবে না ওই দিনগুলিতে।
যে সমস্ত স্কুলে প্রাথমিকের ক্লাস হয় অথচ উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েনি সেখানে সকাল ১০.৩০ পর্যন্ত চলবে ক্লাস। রাজ্যে ৪৯ হাজারেরও বেশি প্রাইমারি স্কুল রয়েছে। ক্লাস বাতিল ঘোষণার পরেও হঠাৎ কেন সিদ্ধান্ত বদল প্রশ্ন স্কুলগুলির?
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ, প্রথম ১০-এ বাংলার কোন কলেজ? নামটা জানলে গর্বিত হবেন
স্কুলের প্রধান শিক্ষকদের প্রশ্ন, ৯টা থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা প্রবেশ করবে। সেই সময় প্রাথমিকের ছুটি এবং মিড-ডে মিল খাওয়াতে হলে সমস্যায় পড়বে স্কুলগুলি। নারায়ণ দাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, ‘‘ছুটি ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের প্রবেশের সময় একই। মিড-ডে মিল কি করে খাওয়ানো হবে? প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়টি বিবেচনা করা উচিত।’’
যদিও পর্ষদের ব্যাখ্যা, আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে একবার হত। এ বছর থেকে সেই পরীক্ষা দু’বার করে হবে। ৩০ দিন ক্লাস বন্ধ রাখলে সমস্যায় পড়বে পড়ুয়ারা। পর্যায়ক্রমিক মূল্যায়নের (সামেটিভ) যে ক্যালেন্ডার রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে। তাদের সিলেবাস শেষ হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, ‘‘৪৯ হাজার স্কুলের কয়েকটি স্কুলে যেখানে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক একসঙ্গে রয়েছে সেখানেও সেন্টার পড়েছে। তার জন্য সমস্ত ক্লাস বাতিল করার যৌক্তিকতা নেই। আমরা যেমন সময়সীমা এগিয়ে এনেছি, পাশাপাশি মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।’’
আরও পড়ুন: মানুষ চাইলে সব পারে, প্রমাণ দিলেন সঞ্চয় স্যার! একসময়ের ‘হাসির পাত্র’ আজ কলেজের সহকারী অধ্যাপক
প্রসঙ্গত, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। এই পরীক্ষা গ্রহণ করা হবে ওএমআর শিটে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রগুলিতে যেমন নিরাপত্তা ব্যবস্থা থাকে, তৃতীয় সেমেস্টার যে স্কুলে হবে সেখানে পরীক্ষার আগে সাধারণ ক্লাস শুরু হলে। পরীক্ষার নিরাপত্তা ও আগে যে প্রস্তুতি থাকে বিঘ্নিত হবার আশঙ্কা থেকে যায়। প্রত্যেক পরীক্ষার্থীর টেবিলে নির্দিষ্ট সিট নম্বর দেওয়া থাকে। তা স্কুলের ছাত্রছাত্রীরা ছিঁড়ে ফেলতে পারে।
যদিও এই প্রশ্নের জবাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, স্কুল চলাকালীন ওই স্কুলের শিক্ষকদের নজরদারি থাকলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। পরীক্ষা ১০ টায় শুরু। পরীক্ষা হলে প্রবেশ করতে এবং প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের বের হতে বেশি সময় লাগার কথা নয়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়