গত বছর তৎকাল স্ক্রটিনি ও রিভিউ এর ফলে মেধা তালিকায় ব্যাপক রদবদল ঘটেছিল। ১২ জন মেধাতালিকায় স্থান পাওয়ায় সেরা দশের কৃতীদের স্থান পরিবর্তন হয়েছিল। রেজাল্ট বার হওয়ার সময় ছিল ১১, তা স্ক্রটিনি ও রিভিউর পর ৭২ হয়ে যায়। কেউ ৪ নম্বর পেয়েছে, পরে ৬৪ হয়। ১৭ পেয়েছে কোনও পড়ুয়া, পরে তা ৭১ হয়ে যায়। ২০২৪ সালে প্রথমে প্রথম দশের মেধা তালিকায় ছিল ৫৮ জন।পরবর্তীকালে তা বেড়ে হয়ে যায় ৭০ জন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 6:56 PM IST
