TRENDING:

Hand Writing Specialist: গ্রাফোলজিস্ট, যাঁরা হাতের লেখা দেখেই বলতে পারেন মানসিকতা! কোন বিষয়ে পড়াশোনা? কলকাতায় কোথায় পড়বেন জানুন

Last Updated:

Hand Writing Specialist: পুলিশের অপরাধ দমন শাখায় ‘ক্রিমিন্যাল মাইন্ড’ বোঝার জন্য গ্রাফোলজিস্ট প্রয়োজন হয়। তাই এই বিভাগেও কাজের সুযোগ থাকে। হাতের লেখা বিশারদ হওয়ার পদ্ধতি কী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাতের লেখা, মানুষের মন-মানসিকতারই নাকি ছাপ ফুটে ওঠে সেখানে। লেখার ধরন দেখেই বলে দেওয়া যায় ব্যক্তিত্ব কেমন। এই দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন বিশেষ পড়াশোনা গ্রাফোলজি। তবে দেশে খুব বেশি প্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে আলাদা ভাবে পড়ানো হয় না।
গ্রাফোলজিস্ট হওয়ার উপায়
গ্রাফোলজিস্ট হওয়ার উপায়
advertisement

একজন গ্রাফোলজিস্ট কী কী কাজ করতে পারেন? পেশাগত দিক কী?

১) ফরেন্সিক বিভাগে গ্রাফোলজিস্ট পদে চাকরির সুযোগ থাকে।

২) পুলিশের অপরাধ দমন শাখায় ‘ক্রিমিন্যাল মাইন্ড’ বোঝার জন্য গ্রাফোলজিস্ট প্রয়োজন হয়। তাই এই বিভাগেও কাজের সুযোগ থাকে।

৩) গ্রাফোথেরাপিস্ট হিসাবে স্বাধীন ভাবে কাজের সুযোগ থাকে।

৪) ফরেন্সিক বিভাগে গ্রাফোলজিস্ট পদে চাকরির নিয়োগ হয়।

advertisement

এ ছাড়াও স্কুল, কলেজ-সহ বৃহত্তর মানব উন্নয়ন দফতর, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংস্থাতেও গ্রাফোলজিস্ট পদে কাজের সুযোগ মেলে।

আরও পড়ুন: IIT এবং NIT-তে ভর্তি হতে কত খরচ হয়? BTech 2025 ভর্তি হওয়ার আগে জরুরি তথ্য জানুন

advertisement

পড়ার যোগ্যতা কী?

যে কোনও বিভাগের পড়ুয়াই গ্রাফোলজি নিয়ে পড়তে পারবেন। তবে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত কোনও সরকারি প্রতিষ্ঠান থেকে গ্রাফোলজি নিয়ে আলদা ভাবে কোর্স করানো হয় না। বেশ কিছু প্রতিষ্ঠান মনোবিজ্ঞান এবং ফরেন্সিক সায়েন্স কোর্সের সঙ্গে পড়ানো হয়। পাশাপাশি গ্রাফোলজি নিয়ে অল্প সময়ের বহু স্কিল ডেভেলপমেন্ট কোর্স করানো হয়। তবে, বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফোলজি নিয়ে আলাদা ভাবে অ্যাডভান্সড কোর্স পড়ানো হয়।

advertisement

আরও পড়ুন: ‘এত দীর্ঘ প্রতীক্ষা কাঙ্ক্ষিত নয়’, ভারতে শিশু দত্তক নেওয়ার পদ্ধতি সংস্কারের বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার কলকাতার ইনস্টিটিউট অফ গ্রাফোলজি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্রাফোলজি, গ্রাফোলজি স্কুল অফ ইন্ডিয়া, শার্লক ইনস্টিটিউট অফ ফরেন্সিক সায়েন্স-র মতো বেশ কিছু প্রতিষ্ঠানে এই বিষয় পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও বিদেশেও পড়া যায় এই বিষয় নিয়ে। অনলাইনেও বেশ কিছু প্রতিষ্ঠান স্বল্প মেয়াদি কোর্স করায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

এ ছাড়াও, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি, স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিজ-এর মতো প্রতিষ্ঠানে সরাসরি গ্রাফোলজি নিয়ে কোনও ডিগ্রি না থাকলেও ফরেন্সিক সায়েন্স পড়ার মধ্যে দিয়ে গ্রাফোলজির পাঠ দেওয়া হয়। ভারতে সার্টিফিকেট কোর্সমূল্য ১০ হাজার টাকা থেকে শুরু হয়। অ্যাডভান্সড কোর্সের খরচ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Hand Writing Specialist: গ্রাফোলজিস্ট, যাঁরা হাতের লেখা দেখেই বলতে পারেন মানসিকতা! কোন বিষয়ে পড়াশোনা? কলকাতায় কোথায় পড়বেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল