TRENDING:

Recruitment 2022: GAIL ইন্ডিয়ার অধীনে নিয়োগ, কারা কোন পদে আবেদন করতে পারবেন?

Last Updated:

প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি জিএআইএল ইন্ডিয়ার (GAIL India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চিফ ম্যানেজার (Chief Manager) এবং সিনিয়র অফিসার (Senior Officer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2022)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2022)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা জিএআইএল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2022)।
Recruitment 2022
Recruitment 2022
advertisement

GAIL India Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: রাজ্যের পুলিশে ২৪৩০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন

আরও বিশদে বিজ্ঞাপন বিষয়ে জানতে প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন; প্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে-

https://gailonline.com/careers/currentOpnning/CareerOpportunitiesinMedicalServices/DetailedAdvtMedicalServicesEnglish.pdf

GAIL India Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: দেশের প্রতিরক্ষামন্ত্রকে অফিসার-সহ অন্যান্য পদে নিয়োগ, বিশদে জানুন

GAIL India Recruitment 2022: আবেদনের যোগ্যতা

চিফ ম্যানেজার- জেনারেল মেডিসিনে এমবিবিএসের সঙ্গে এমডি/ডিএনবি ডিগ্রি

সিনিয়র অফিসার- এমবিবিএস ডিগ্রি

যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা এখানে উপলব্ধ বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারেন-

https://gailonline.com/careers/currentOpnning/CareerOpportunitiesinMedicalServices/DetailedAdvtMedicalServicesEnglish.pdf

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা:  জিএআইএল ইন্ডিয়া (GAIL India)
পদের নাম: চিফ ম্যানেজার, সিনিয়র অফিসার
শূন্যপদের সংখ্যা:
কাজের স্থান:   ভারত
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: চিফ ম্যানেজার- জেনারেল মেডিসিনে এমবিবিএসের সঙ্গে এমডি/ডিএনবি ডিগ্রি, সিনিয়র অফিসার- এমবিবিএস ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ২০.০১.২০২২

GAIL India Recruitment 2022: আবেদন ফি

জেনারেল, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ প্রদান করতে হবে না। আবেদনের পূর্বে আবেদনের নোটিশটি ভালো করে পড়ে নিয়ে তবেই আবেদন করতে হবে।

GAIL India Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ

চিফ ম্যানেজার- ২টি পদ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সিনিয়র অফিসার- ৭টি পদ

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: GAIL ইন্ডিয়ার অধীনে নিয়োগ, কারা কোন পদে আবেদন করতে পারবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল