২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তর দিনাজপুরের চাকরি পান কবিতা বর্মন৷ উত্তর দিনাজপুরেরই ইটাহারের পাড়াহরিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা ছিলেন তিনি৷ যদিও এ দিন অযোগ্যদের তালিকায় নাম প্রকাশের পর রায়গঞ্জের চণ্ডীতলা ওই বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি৷
তবে একা কবিতা নন, এ দিন অযোগ্যদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, তার মধ্যে রাজনৈতিক পদে থাকা অনেকেরই নাম রয়েছে বলে খবর৷ রাজনৈতিক ভাবে প্রভাবশালীদের আত্মীয়দের নামও রয়েছে তালিকায়৷ বিভিন্ন জেলা থেকেই এই ধরনের খবর উঠে আসছে৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ দিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷