আবেদন পদ্ধতি:
প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে cgforest.com গিয়ে ‘Forest Guard Recruitment 2021’ লেখাটিতে ক্লিক করতে হবে। এর পর নতুন একটি উইন্ডো খুলবে, সেখানে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। প্রার্থীরা রেজিস্ট্রি করা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আইডি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। এর পর প্রার্থীদের ৩৫০ টাকা আবেদন ফি, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্রটি জমা করতে হবে।
advertisement
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন: দারুন খবর! শীঘ্রই প্রচুর পদে শিক্ষক নিয়োগ, আবেদন গ্রহণ চলছে, জানুন বিশদে...
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এবং সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://www.cgforest.com/cms/media/39c8fd3b-79ad-4385-a7bd-796750951fe1_ForestguardDirectrecruitment07122021.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ছত্তিসগঢ় ফরেস্ট বিভাগ (Chhattisgarh Forest Department) |
পদের নাম | ফরেস্ট গার্ড (Forest Guard) |
শূন্যপদের সংখ্যা | ২৯১ |
কাজের স্থান | ছত্তিসগঢ় |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩১.১২.২০২১ |
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ভারতীয় রেলে শীঘ্রই প্রচুর নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন...
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের রাত ১১ টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৯১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।