যে শিক্ষার্থীরা পাটনায় থাকতে চান এবং আরও পড়াশোনা করতে চান, তাঁরা পাটনা এনআইটি-তে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন। এনআইটি পটনা নিয়ে শিক্ষার্থীদের চাহিদা অনেক দিনের। বোরিং রোডের বিখ্যাত দিলীপ স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক এবার NIT পাটনায় ভর্তির জন্য কত শতাংশ নম্বরের প্রয়োজন।
advertisement
৫৫ বছর বয়সী দিলীপ স্যার গণিতে MSC এবং বিগত ২৫ বছর ধরে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করছেন। তিনি লোকাল 18-কে বলেন, বর্তমানে কম্পিউটার সায়েন্স শাখার ক্রেজ অনেক বেশি দেখা যাচ্ছে। এনআইটি পাটনায়ও এই শাখায় ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি। NIT-এ ভর্তির জন্য শিক্ষার্থীদের JEE Mains-এ ভাল নম্বর পেতে হবে।
সংখ্যাটি এত শতাংশ হওয়া উচিত –
দিলীপ কুমার জানান, পাটনার এনআইটি-তে ভর্তির জন্য সাধারণ শ্রেণির শিক্ষার্থীদের ৯৮ শতাংশের বেশি নম্বর পেতে হবে। এছাড়া পারসেন্টেজ বিভিন্ন শাখার ওপর নির্ভর করে। যদি একজন শিক্ষার্থী সাধারণ বিভাগের অন্তর্গত হন এবং এনআইটি, পাটনায় কম্পিউটার সায়েন্স নিতে চান, তাহলে তাঁকে ৯৯ শতাংশের বেশি স্কোর করতে হবে। যদি শাখাটি মেকানিক্যাল হয় তবে প্রায় ৯৫ শতাংশ পেতে হবে। অন্য দিকে, শিক্ষার্থীরা যদি ওবিসি ক্যাটাগরির হন আর তাঁদের যদি ৯৪ থেকে ৯৬ শতাংশের মধ্যে নম্বর থাকে, তবেই তাঁরা NIT পাটনায় ভর্তি হতে পারবেন। ৮৮ থেকে ৯০ শতাংশ স্কোর থাকলে ST/SC প্রার্থীরা ভর্তি হতে পারবেন। নম্বরের পারসেন্টেজ বিভিন্ন শাখার উপর নির্ভর করে।
এই শাখার চাহিদা অনেক –
দিলীপ কুমার বলেন যে, আজকাল কম্পিউটার সায়েন্স শাখার প্রতি সকল শিক্ষার্থীদের মধ্যে প্রচুর ক্রেজ রয়েছে। আইআইটি হোক বা এনআইটি, শিক্ষার্থীদের প্রথম পছন্দ কম্পিউটার সায়েন্স। এর সবচেয়ে বড় কারণ নিয়োগ, ভাল চাকরির সুযোগের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বলেন, আগামী দশ থেকে পনেরো বছর কম্পিউটার সায়েন্সের ব্যাপক চাহিদা থাকবে।
এনআইটি পটনার প্লেসমেন্ট সেরা –
নিয়োগের ক্ষেত্রেও NIT পটনা সেরা কলেজ। মাত্র দুই বছর আগে একজন শিক্ষার্থীকে ১ কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছিল। এছাড়াও NIT পাটনার অনেক শিক্ষার্থী উচ্চ প্যাকেজের চাকরি পাচ্ছেন। এখানে গড় প্যাকেজ প্রতি বছর প্রায় ১০ লাখ টাকা। ১০০টিরও বেশি কোম্পানি প্লেসমেন্ট ড্রাইভের জন্য আসে। ২০২৪-২৫ সেশনে মোট ৫০৫ UG শিক্ষার্থী রয়েছেন। মোট ১১টি বিভাগ রয়েছে যেখানে শিক্ষার্থীরা ভর্তি হন। এখানে নিয়োগের হার ৯৫ শতাংশের বেশি। এই কারণেই পটনা এনআইটি অনেক দিক থেকেই শিক্ষার্থীদের প্রথম পছন্দ হিসাবে থেকে গিয়েছে।