সূত্রের খবর, এই টাকা শুধুমাত্র পরীক্ষাখাতেই খরচ করতে পারবে স্কুলগুলি, তার বাইরে নয়। ২০২২ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশের পরীক্ষা নিত। তারপর থেকে এই পরীক্ষা নেয় স্কুলগুলি। সূত্রের খবর, বেশ কিছু স্কুল পরীক্ষা ফি বলে কিছু নিত না। আবার অনেক স্কুল এই বাবদ ২০০ বা তার অধিক টাকা ধার্য করত। ছাত্র-ছাত্রী ও স্কুলগুলির সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষা বাবদ ফি নির্ধারণ করে দিল শিক্ষা সংসদ।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “২০২২-২৩ সাল পর্যন্ত পরীক্ষা আমরাই গ্রহণ করেছি। আমরা না নেওয়ায় বেশ কিছু স্কুল নিজেদের মতো ফি ধার্য করেছিল। আবার কিছু স্কুল ফি নিতই না। এ বার পরীক্ষা বাবদ পরীক্ষার্থী পিছু নির্দিষ্ট খরচ ঠিক করে দেওয়া হল।”
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 12:21 PM IST