করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল রাজ্যের স্কুল, কলেজ৷ এই সময়ে পড়ুয়াদের যাতে পড়াশোনায় সমস্যা না হয়, তার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ একদিকে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া বন্ধ হয়নি, সেরকমই উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ ঊচ্চ শিক্ষার ক্ষেত্রে নেওয়া হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্যোগ৷ প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের জন্য স্কচ পুরস্কার দেওয়া হয়৷
advertisement
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা হবে আগামী বছরের এপ্রিলে, অফলাইনেই হবে পরীক্ষা
করোনা অতিমারিতে দীর্ঘদিন বাদে স্কুলে ফিরে যাতে ছাত্রছাত্রীরা মানিয়ে নিতে পারে, তার জন্যও রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে৷
শুধু মাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, পর্যটন ক্ষেত্রে স্কচ স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের পর্যটন দফতরের এই সম্মান প্রাপ্তির কথা নিজে ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবারই পুরস্কারের তালিকা ঘোষণা করেছে স্কচ কর্তৃপক্ষ৷ তাতেই জোড়া খুশির খবর এসেছে রাজ্য সরকারের জন্য৷
পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে মুখ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি রাজ্য পর্যটন দফতর করোনা অতিমারির মধ্যেও অসামান্য কাজের জন্য সম্মানজনক স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে৷ কঠিন পরিশ্রম এবং দায়বদ্ধতার জন্য সব আধিকারিক এবং সদস্যদের অভিনন্দন৷ আরও বড় লক্ষ্যে এগিয়ে চলি আমরা৷'