আগামিকাল, ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সেলিং। কাউন্সেলিং প্রক্রিয়া আগের বছরের মতই এই বছরও সম্পূর্ণ অনলাইন হবে। শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in- এ আপডেটগুলি চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কীভাবে জেইই-অ্যাডভান্সডের রেজাল্ট (IT JEE Advanced Result 2021) দেখবেন?
১) সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in সাইটে যান।
advertisement
২) 'Quick Links'-এ গিয়ে JEE (Advanced) 2021 Result-তে ক্লিক করুন।
৩) নিজের থেকে নতুন একটি পেজ খুলে যাবে।
৪) এবার এখানে রোল নম্বর, এবং জন্মতারিখ দিয়ে 'Check Result'-তে ক্লিক করুন।
৫) আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
৬) সবার শেষে রেজাল্টের প্রিন্টআউট নিয়ে নিন ভবিষ্যতের জন্য।
JEE অ্যাডভান্সড-এর পরীক্ষা বিশ্বের অন্যতম কঠিন প্রবেশিকা। এর মাধ্যমে IIT-তে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয়। এছাড়া ন্যাশানাল ইনস্টিটিউট অব টেকনোলজি (NIT)-তেও ভর্তি হতে হয় এই প্রবেশিকার মাধ্যমে।
একই সঙ্গে ‘অ্যানসার কি’-ও প্রকাশ করেছে আইআইটি খড়গপুর। জেনে নিন কীভাবে অ্যানসার কি’ দেখবেন...
১) সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in সাইটে যান।
২) 'Quick Links'-এ গিয়ে JEE (Advanced) 2021 Papers-তে ক্লিক করুন।
৩) নতুন পেজ খুলে যাবে, এখানে JEE(Advanced) 2021 Final Answer Keys আছে।
৪) নীচে ‘অ্যানসার কি’ (Paper1 and Paper2 Combined): Physics, Chemistry, Maths আছে। নিজের ইচ্ছে মত এক একটা ক্লিক করে ‘অ্যানসার কি’ দেখে নিন।