TRENDING:

CBSE 10th and 12th Date Sheet Announced: সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষার সূচি ঘোষণা, শুরু ৩০ নভেম্বর

Last Updated:

সিবিএসই-র প্রকাশিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির ২০২২ সালের বোর্ড পরীক্ষার ফার্স্ট টার্ম শুরু হবে ৩০ নভেম্বর থেকে (CBSE 10th and 12th Date Sheet Announced)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্ম বোর্ড পরীক্ষার জন্য ডেট শিট প্রকাশ করল সিবিএসই (CBSE 10th and 12th Date Sheet Announced)৷ নভেম্বর এবং ডিসেম্বর মাসে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রথম ভাগ সম্পন্ন হবে৷ তবে অনলাইন নয়, আগের মতোই পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সিবিএসই-র (CBSE) প্রকাশিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির ২০২২ সালের বোর্ড পরীক্ষার ফার্স্ট টার্ম শুরু হবে ৩০ নভেম্বর থেকে৷ সেকেন্ড টার্মের পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারি- মার্চ মাসে (CBSE class x board exams)৷ আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর থেকে (CBSE class 12 board exams)৷ পঞ্চাশ শতাংশ সিলেবাসের উপরে ভিত্তি করে দুই ধাপে বোর্ড পরীক্ষা নেওয়া হবে৷

advertisement

আরও পড়ুন: কালীপুজোর পরই কি খুলছে রাজ্যের স্কুল-কলেজ? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা বললেন...

এই প্রথমবার নতুন এই পদ্ধতিতে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিতে চলেছে সিবিএসই৷ প্রসঙ্গত, করোনা অতিমারির কারণে এ বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই৷ cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সম্পূর্ণ সূচি দেখতে পারবে পরীক্ষার্থীরা৷

advertisement

ফার্স্ট টার্মের পরীক্ষায় মূলত অবজেক্টিভ প্রশ্ন করা হবে৷ শীতকালের কথা মাথায় রেখে গোটা দেশেই সকাল সাড়ে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে৷ পরীক্ষার মেয়াদ হবে নব্বই মিনিট৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফার্স্ট টার্মের পরীক্ষা শেষ হওয়ার পর তার মূল্যায়ন করে একটি রেজাল্ট প্রকাশ করা হবে৷ কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী বছর দ্বিতীয় টার্মের পরীক্ষার পর৷ পড়ুয়াদের সুবিধার্থে ইতিমধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্মের নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে সিবিএসই৷

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE 10th and 12th Date Sheet Announced: সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফার্স্ট টার্ম পরীক্ষার সূচি ঘোষণা, শুরু ৩০ নভেম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল