TRENDING:

DRDO RAC Recruitment 2022|| ডিআরডিও-র অধীনে মেগা রিক্রুটমেন্ট! আবেদনের শেষ দিন ২৯ জুলাই

Last Updated:

DRDO RAC Recruitment 2022: প্রার্থীদের আগামী ২৯ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ডিআরডিও-র রিক্রুটমেন্ট এবং অ্যাসেসমেন্ট সেন্টারের (Recruitment and Assessment Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সায়েন্টিস্ট 'বি' পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রিক্রুটমেন্ট এবং অ্যাসেস্টমেন্ট সেন্টারের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৯ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: চলতি বছরেই কর্মী নিয়োগে নেওয়া হবে সিইটি পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের

advertisement

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে মোট ৬৩০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সায়েন্টিস্ট 'বি'- ৫৭৯টি পদ

সায়েন্স এবং টেকনোলজি বিভাগে সায়েন্টিস্ট 'বি'- ৮টি পদ

অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে সায়েন্টিস্ট 'বি'- ৪৩টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা রিক্রুটমেন্ট এবং অ্যাসেস্টমেন্ট সেন্টার, ডিআরডিও (Recruitment and Assessment Centre)
পদের নাম সায়েন্টিস্ট 'বি'
শূন্যপদের সংখ্যা ৬৩০
কাজের স্থান ভারত
কাজের ধরন কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি গেট স্কোর এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর প্রার্থীদের RAC/DRDO-র অনুমোদন অনুযায়ী দিল্লি বা অন্য কোনও স্থানে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
আবেদন শুরু তারিখ বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ২৯.০৭.২০২২

advertisement

আবেদন ফি:

জেনারেল (ইউআর), ইডব্লিউএস, এবং ওবিসি (পুরুষ)- ১০০ টাকা

SC/ST/PwD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের rac.gov.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://rac.gov.in/download/advt_140_v1.pdf করে দেখতে পারেন।

advertisement

নির্বাচন প্রক্রিয়া:

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

প্রার্থীদের গেট স্কোর এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর প্রার্থীদের RAC/DRDO-র অনুমোদন অনুযায়ী দিল্লি বা অন্য কোনও স্থানে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DRDO RAC Recruitment 2022|| ডিআরডিও-র অধীনে মেগা রিক্রুটমেন্ট! আবেদনের শেষ দিন ২৯ জুলাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল