TRENDING:

Recruitment 2022: ৬৩৫টি শূন্য পদে অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত

Last Updated:

প্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Recruitment 2022
Recruitment 2022
advertisement

DU Faculty Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

সংক্ষিপ্ত তালিকার জন্য এই বিজ্ঞাপনের সাথে সংযুক্ত স্ক্রিনিং নির্দেশিকা অনুসারে প্রাপ্ত আবেদনপত্রগুলির স্ক্রিনিং করা হবে এবং আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। শূন্য পদের বিশদ বিবরণ, যোগ্যতা এবং অন্যান্য বিবরণ নীচে দেওয়া হল।

DU Faculty Recruitment 2022: শূন্য পদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৬৩৫টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: পরীক্ষায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে! পরীক্ষার ধরণ এবং নতুন বিষয়গুলি সম্পর্কে জানুন

DU Faculty Recruitment 2022: শূন্য পদের বিস্তারিত বিবরণ

প্রফেসর- ১৮৬টি পদ

অ্যাসোসিয়েট প্রফেসর- ৪৪৯টি পদ

DU Faculty Recruitment 2022: আবেদনের যোগ্যতা

যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3680&cntnt01returnid=219 এবং http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3683&cntnt01returnid=219 জানতে পারেন।

advertisement

আরও পড়ুন: পুলিশে ২৩৮০টি শূন্য পদে ফায়ারম্যান নিয়োগের পরীক্ষা, জানুন বিশদে

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University)
পদের নাম: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্য পদের সংখ্যা:  ৬৩৫
কাজের স্থান: নিউ দিল্লি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:  কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম:  কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ০৭.০২.২০২২

DU Faculty Recruitment 2022: আবেদন ফি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইউআর/ইডব্লিউএস/ওবিসি বিভাগের জন্য আবেদনের ফি হল ২০০০ টাকা। SC, ST, PwBD বিভাগ এবং মহিলা আবেদনকারীদের থেকে কোনও আবেদন ফি নেওয়া হবে না। এক বার পরিশোধ করা ফি কোনও অবস্থাতেই ফেরত দেওয়া হবে না। ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে পেমেন্ট করতে হবে। আরও সম্পর্কিত বিশদ বিবরণের জন্য প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইটে গিয়ে খোঁজ করতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ৬৩৫টি শূন্য পদে অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল