TRENDING:

ISC 12th Result 2024: প্রকাশিত হল ISC-র ফলাফল, দ্বাদশের ফলে পাশের হারে এগিয়ে মেয়েরা, রাজ্যের ফল কেমন হল?

Last Updated:

CISCE Board ISC 12th, ICSE 10th Result 2024: আইসিএসই (ISCE) দশম এবং আইএসসি (ISC)-র অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফলাফল। রাজ্যে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ প্রকাশিত হল এবছরের আইসিএসই (ISCE) দশম এবং আইএসসি (ISC)-র অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফলাফল। রাজ্যে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ। দুটি ক্ষেত্রেই বেড়েছে পাশের হার। ISCE-তে ছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে ছাত্রদের তুলনায়। অনলাইনে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে রেজাল্ট দেখা যাচ্ছে। তাছাড়াও CAREERS পোর্টাল এবং DigiLocker থেকে নিজেদের ICSE বা ISC পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছে পড়ুয়ারা।
রেজাল্ট প্রকাশ
রেজাল্ট প্রকাশ
advertisement

ISC পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ। ICSE পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৯.৬৫ শতাংশ। আর ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ। এ বছর রাজ্য থেকে আইসিএসই (ISCE) পরীক্ষা দিয়েছে ৪২,৩৭২ জন, আইএসসি (ISC) পরীক্ষা দিয়েছেন ২৭,৬২১ জন। সকাল ১১’টায় ফল প্রকাশ করেছে CISCE বোর্ড। ISC-র ক্ষেত্রে মোট ১,৩৬৬টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিল। ৯০৪টি স্কুলের সব পড়ুয়াই পাশ করেছে। যা শতাংশের বিচারের ৬৬.১৮।ICSE পরীক্ষা দিয়েছিল ২,৬৯৫টি স্কুলের পড়ুয়ারা। ২,২২৩ স্কুলে (৮২.৪৮ শতাংশ), পাশের হার ১০০ শতাংশ।

advertisement

আরও পড়ুনঃ মাধ্যমিকের ফল দেখে বকেছিলেন মা, তারপরে যা ঘটাল কলকাতার পড়ুয়া…! একেবারে অবিশ্বাস্য

এ বছর দশম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন, ছাত্র ১ লক্ষ ৩০, ৫০৬ জন (৫৩.৫৭ শতাংশ), ছাত্রী ১ লক্ষ ১৩ হাজার ১১১ জন (৪৬.৪৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩২৮ জন। দ্বাদশের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৯০১ জন, ছাত্র ৫২ হাজার ৭৬৫ জন (৫২.৮২ শতাংশ), ছাত্রী ৪৭ হাজার ১৩৬ জন (৪৭.১৮ শতাংশ)। পাশ করেছে ৯৮ হাজার ০৮৮ জন।

advertisement

—- Polls module would be displayed here —-

১২ ফেব্রুয়ারি ২০২৪-এ আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ৩ এপ্রিল। ২১ ফেব্রুয়ারি থেকে ছিল আইসিএসই-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ২৮ মার্চ। আগেই এই পরীক্ষার ফল মে মাসে প্রকাশ করবে তা জানিয়েছিল বোর্ড। আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনার কথা আগেই জানিয়েছিল বোর্ড।

advertisement

আরও পড়ুনঃ প্রকাশিত এ বছরের ICSE পরীক্ষার ফল, ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা, জানুন বাংলার পরীক্ষার্থীদের সাফল্য

কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে জানানো হয়েছে যে ICSE এবং ISC পরীক্ষার ক্ষেত্রে রিভিউয়ের সুযোগ আছে। রেজাল্ট বেরনোর পরই রিভিউয়ের পোর্টাল চালু হয়ে গিয়েছে। আগামী ১০ মে পর্যন্ত রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,০০০ টাকা লাগবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে রিভিউয়ের ফলপ্রকাশ করা হবে। রিভিউয়ের ফলাফলেও যদি কোনও পড়ুয়া সন্তুষ্ট না হয়, তাহলে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। রিভিউয়ের ফলাফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,৫০০ টাকা লাগবে। www.cisce.org-র ‘Public Services’-তে গিয়ে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।

advertisement

কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের নিয়ম অনুযায়ী, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা তথা ICSE-তে উত্তীর্ণ হওয়ার জন্য পড়ুয়াদের প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। সার্বিকভাবেও ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। আর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে তো পাশ মার্ক আরও বেশি হয়। প্রত্যেক পড়ুয়াকে প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৫ শতাংশ নম্বর পেতে হয়। আর সার্বিকভাবে মোট নম্বরও কমপক্ষে ৩৫ শতাংশ হতে হবে। তবে কোনও পড়ুয়া পাশ করেছে বলে বিবেচনা করবে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISC 12th Result 2024: প্রকাশিত হল ISC-র ফলাফল, দ্বাদশের ফলে পাশের হারে এগিয়ে মেয়েরা, রাজ্যের ফল কেমন হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল