দেখে নিন বিজ্ঞপ্তিটি-
“বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পরে এবং দেশের COVID-19 মহামারী পরিস্থিতি বিবেচনায় রেখে বোর্ড ২ টি পরীক্ষা অফলাইনে (CBSE Term 2 Board Exam 2021-22 Date) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,” বলেন CBSE পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়াম ভরদ্বাজ।
আরও পড়ুন- প্রচুর পদে শিক্ষক নিয়োগ হবে রাজ্যে, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় বিদ্যালয়
advertisement
টার্ম-২ পরীক্ষায় পড়ুয়াদের ছোটো প্রশ্ন এবং বিষয়ভিত্তিক ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। টার্ম-১ পত্রে শুধুমাত্র অবজেকটিভ বা মাল্টিপল চয়েসের প্রশ্নই ছিল। পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্রের ধাঁচই অনুসরণ করবে বোর্ড। গত মাসেই CBSE-র আকাডেমিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল নমুনা প্রশ্নপত্র।
পরীক্ষার বিস্তারিত নির্ঘণ্ট শীঘ্রই cbse.nic.in-এ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড।
এই প্রথমবার, কেন্দ্রীয় শিক্ষা বোর্ড দু'টি ভাগে দশম এবং দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা পরিচালনা করছে। দেশের বর্তমান কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন- আইসিএসই, আইএসসি ফলাফল: নতুন এমসিকিউ ফর্ম্যাটে স্কোর কমেছে পড়ুয়াদের!
গত বছর, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় পরীক্ষার আয়োজন করতে পারেনি বোর্ড। তাও দশম আর দ্বাদশের ফলাফল প্রস্তুত করার জন্য একটি বিকল্প মূল্যায়ন ব্যবস্থার শরণাপন্ন হয় বোর্ড।
সম্প্রতি টার্ম ১-এর ফলাফলের তারিখ সম্পর্কিত ভুয়ো বিজ্ঞপ্তি এবং টার্ম ২ পরীক্ষা সম্পর্কে ভুল তথ্য নিয়ে পড়ুয়াদের সতর্ক করেছে বোর্ড। টার্ম-২ পরীক্ষার বিজ্ঞপ্তিতে, CBSE আবারও জানিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে পরীক্ষা সম্পর্কিত যে কোনও তথ্য বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যাচাই করার পরেই তা বিশ্বাস করা উচিত।