আরও পড়ুন- স্নাতকদের জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুবর্ণ সুযোগ, ৭২ পদে নিয়োগ
এছাড়াও, প্রার্থীরা https://rectt.bsf.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পদের জন্য আবেদন করতে পারেন।
https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/Constable%20(Tradesman)%20BSF- এই লিঙ্কের মাধ্যমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন। এই নিয়োগ (BSF Constable Recruitment 2022) প্রক্রিয়ার অধীনে মোট ২৭৮৮ টি শূন্যপদ পূরণ হবে।
advertisement
বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২২- এর কিছু গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরুর তারিখ - ১৫ জানুয়ারি ২০২২
অনলাইনে আবেদন জমার শেষ তারিখ – ১ মার্চ ১০২২
BSF কনস্টেবল নিয়োগ ২০২২-এর শূন্যপদের বিবরণ
মোট পদ সংখ্যা- ২৭৮৮
আরও পড়ুন- ওয়েল্ডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দেশের এই নামী প্রতিষ্ঠান
বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২২-এর যোগ্যতা
প্রার্থীকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ২ বছরের অভিজ্ঞতা সহ ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আইটিআইতে ১ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
BSF কনস্টেবল নিয়োগ ২০২২-এর বয়সসীমা
প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
বিএসএফ কনস্টেবল নিয়োগ ২০২২-এর বেতন
প্রার্থীদের বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা।