আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৪ মার্চ, ২০২২ তারিখের রাত ১২ টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৪২১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission) |
পদের নাম | রাজ্য শিক্ষা বিভাগের অধীনে সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রধান শিক্ষক |
শূন্যপদের সংখ্যা | ৬৪২১ |
কাজের স্থান | বিহার |
কাজের ধরন | সরকারি কাজ |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষার ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং B.Ed/B.A.Ed./B.Sc.Ed ডিগ্রি, 'টিচার্স এলিজিবিলিটি টেস্ট' পরীক্ষায় উত্তীর্ণ |
বেতনক্রম | মাসিক ৩৫,০০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৪.০৩.২০২২ |
বয়স:
অগস্ট ২০২১ অনুযায়ী ৩১-৪৭ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
১. একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর হতে হবে।
২. B.Ed/B.A.Ed./B.Sc.Ed হতে হবে
৩. ২০১২-এ বা তার পরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য পরিচালিত 'টিচার্স এলিজিবিলিটি টেস্ট' পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
নির্বাচন পদ্ধতি:
BPSC লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করবে।
আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরি, ওবিসি/অন্যান্য রাজ্যের প্রার্থীদের ৭৫০ টাকা দিতে হবে অন্যদিকে মহিলা/এসসি/এসটি/পিএইচকে অনলাইন আবেদন ফি হিসাবে ২০০ টাকা দিতে হবে।
বেতনক্রম:
পদটির বেতন স্কেল মাসিক ৩৫,০০০ টাকা।