BJU-র ভাইস চান্সেলার পিপি মাথুর (P.P. Mathur, the vice-chancellor of BGU) ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বলেন, ‘‘ আমি খুশি যে এই বিশ্ববিদ্যালয় অনেক উচ্চমানের প্লেসমেন্ট দিতে সফল ৷ টাটা, গোদরেজের মতো বড় সংস্থাগুলিতে কর্মসংস্থান হয়েছে ছাত্র-ছাত্রীদের ৷ বিদেশেও রেকর্ড সংখ্যায় প্লেসমেন্ট সম্ভব হয়েছে ৷ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে চাকরি হয়েছে পড়ুয়াদের ৷ এ বছর এমবিএ পড়ুয়াদের পাশাপাশি গ্র্যাজুয়েশন (ইউজি) লেভেলেও প্লেসমেন্ট সম্ভব হয়েছে ৷ আশা করব এই ধারা আগামী দিনেও বজায় থাকবে ৷ আরও অনেক সংস্থায় আমাদের ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট হবে ৷ ’’
advertisement
Location :
First Published :
February 04, 2022 1:59 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Birla Global University: অতিমারি পরিস্থিতিতেও চমক ! দুর্দান্ত প্লেসমেন্ট বিড়লা গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে