আরও পড়ুনঃ JNU ছাত্রসংসদে বামেদের দাপট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চারটি প্রধান পদেই জয়ী লাল ব্রিগেড
এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্যানুসারে, এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৫ সালে রচিত বিখ্যাত “বাংলার মাটি বাংলার জল” গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত “জনমনগণ অধিনায়ক জয় হে”র প্রতি বিদ্যালয়ে নিয়মিত গাওয়ার পাশাপাশি, এই রাজ্যসঙ্গীত গীত হলে, তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যর বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলে আমরা দৃঢ়বিশ্বাসী।”
advertisement
পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ এবং রবীন্দ্রনাথ রচিত ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি হবে পশ্চিমবঙ্গের ‘রাজ্য সঙ্গীত’ হবে বলে ২০২৩ সালে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি লিখেছিলেন।
