এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে rectteduassam.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Assam DEE Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। পূর্বে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ২৭ অক্টোবর, ২০২১ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছিল। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
Assam DEE Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৯৩৫৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Assam DEE Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সহকারী শিক্ষক (লোয়ার প্রাইমারি): ৭২৪২টি পদ
সহকারী শিক্ষক- আপার প্রাইমারি (বিজ্ঞান বিষয়ক শিক্ষক/ অহমিয়া ভাষার শিক্ষক/ মণিপুরি ভাষার শিক্ষক): ২১১২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন, আসাম (DEE)
পদের নাম: সহকারী শিক্ষক (লোয়ার প্রাইমারি), সহকারী শিক্ষক- আপার প্রাইমারি (বিজ্ঞান বিষয়ক শিক্ষক/ অহমিয়া ভাষার শিক্ষক/ মণিপুরি ভাষার শিক্ষক)
শূন্যপদের সংখ্যা: ৯৩৫৪
কাজের স্থান: অসম
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩১.১২.২০২১
Assam DEE Recruitment 2021: বয়সসীমা
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রাক্তন চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ৪২ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি (পি), উপজাতি (এইচ) বর্গের প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ ৫০ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সমস্ত ক্যাটাগরির জন্যেই বয়সসীমা নির্ধারণ করা হবে ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুসারে।
Assam DEE Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে dee.assam.gov.in গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবের ‘অ্যাপ্লাই’ অপশনে ক্লিক করতে হবে। এর পর আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা অনলাইনে করাতে হবে।