TRENDING:

ভাগাড় কাণ্ডের জেরে সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনার মধ্যাহ্নভোজে থাকছে না মাংসের পদ

Last Updated:

ভাগাড় কাণ্ডের জেরে সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনার মেনু থেকে বাদ পড়ল মাংস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: আজ কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব! দ্বিতীয় সমাবর্তনে ডিলিট খেতাবে ভূষিত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালেই আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি।
advertisement

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ৩০০জন দেশি-বিদেশি প্রতিনিধি, রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাবেকী বাঙালি ঐতিহ্য মেনে অতিথিদের আপ্যায়ণ করবে । দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার হোটেল পিয়ারলেসকে। তবে খাবারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মাংস। ভাগাড় কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা। পরিবর্তে থাকছে মাছের নানান পদ। মধ্যাহ্নভোজের মেনুতে রয়েছে সুগন্ধি চালের ভাত, মুগডাল, দইপটল, পোস্তবড়ার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, ডাব চিংড়ি, পাবদা ও ভেটকি মাছের পাতুড়ি। শেষ পাতে থাকছে দই-মিষ্টি।

advertisement

বিকেলে কলকাতা ফিরে যাওয়ার কথা শেখ হাসিনার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠক ৷ বৈঠক শেষে নেতাজি মিউজিয়াম পরিদর্শন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর, রাতে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-আজই শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিটে সম্মানিত করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাগাড় কাণ্ডের জেরে সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনার মধ্যাহ্নভোজে থাকছে না মাংসের পদ