আরও পড়ুন: Adultery: পরকীয়া ফৌজদারি অপরাধ নয়, রায় শীর্ষ আদালতের
এর আগে মুর্শিদাবাদের নওদায় চিনা মাদক কারবারিদের ডেরায় অভিযান চালায় সিআইডি । নামেই চারকোল তৈরির কারখানা। নওদার মধুপুরে পাঁচিল দিয়ে ঘেরা জমি। গেটের বাইরে লেখা বিচারক। তা দেখেই কেউ আর ভিতরে ঢোকার সাহস পেত না। ভিতরে ঝাঁ-চকচকে ঘর। তিনটি ঘরের দুপাশে দুটো রান্নাঘর। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত অঞ্চলেও তিন ঘরেই এসি ও এক্সজস্ট বসানো। কোনও জানলা নেই। অর্থাৎ ঘরে কী হচ্ছে, তা বাইরে থেকে ধরা পড়ার কোনও সম্ভাবনাই নেই। এই ঘরেই বেশ কিছুদিন ধরে থাকছিল চিনা মাদক কারবারিরা।
advertisement
আরও পড়ুন: Ayodhya Case: নমাজ শুধুই মসজিদে ! সুপ্রিম রায়ের অপেক্ষায় সারা দেশ
Location :
First Published :
September 27, 2018 1:16 PM IST