TRENDING:

খাস কলকাতায় কল সেন্টার খুলে রমরমিয়ে চলছিল মাদক কারবার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  কলকাতায় অভিনব কায়দায় মাদক পাচার। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জালে ৩। প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে কারবার।কল সেন্টার খুলে মাদক কারবার।ইন্টারনেট ফার্মেসির মাধ্যমে মাদক পাচার।আমেরিকা-সহ নানা দেশে মাদক পাচার।ক্যুরিয়রের মাধ্যমে মাদক পাচারের অভিযোগ।কল সেন্টারটি সিল করা হয়েছে।
advertisement

আরও পড়ুন: Adultery: পরকীয়া ফৌজদারি অপরাধ নয়, রায় শীর্ষ আদালতের

এর আগে মুর্শিদাবাদের নওদায় চিনা মাদক কারবারিদের ডেরায় অভিযান চালায় সিআইডি । নামেই চারকোল তৈরির কারখানা। নওদার মধুপুরে পাঁচিল দিয়ে ঘেরা জমি। গেটের বাইরে লেখা বিচারক। তা দেখেই কেউ আর ভিতরে ঢোকার সাহস পেত না। ভিতরে ঝাঁ-চকচকে ঘর। তিনটি ঘরের দুপাশে দুটো রান্নাঘর। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত অঞ্চলেও তিন ঘরেই এসি ও এক্সজস্ট বসানো। কোনও জানলা নেই। অর্থাৎ ঘরে কী হচ্ছে, তা বাইরে থেকে ধরা পড়ার কোনও সম্ভাবনাই নেই। এই ঘরেই বেশ কিছুদিন ধরে থাকছিল চিনা মাদক কারবারিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আরও পড়ুন: Ayodhya Case: নমাজ শুধুই মসজিদে ! সুপ্রিম রায়ের অপেক্ষায় সারা দেশ

বাংলা খবর/ খবর/কলকাতা/
খাস কলকাতায় কল সেন্টার খুলে রমরমিয়ে চলছিল মাদক কারবার