বছর চল্লিশের আনিসিয়ার সঙ্গে বছর দু’য়ের আগেই বিয়ে হয় সফটঅ্যয়ার ইঞ্জিনিয়ার ময়ঙ্ক সিংভির ৷ তাদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন পরিবারের লোকজন ৷ শুক্রবার গুরুগ্রামে কর্মরত স্বামীকে মোবাইলে টেক্সট মেসেজ করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত জানান ৷ পুলিশ সূত্রে খবর, এরপরই ছাদ থেকে ঝাঁপ দেন পেশায় বিমানসেবিকা আনিসিয়া ৷
advertisement
স্ত্রীয়ের টেক্সট মেসেজ পেয়ে তড়িঘড়ি বাড়ি ফিরে ময়ঙ্ক দেখেন রক্তাক্ত আনিসিয়াকে ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷
আরও পড়ুন
মোদির সভায় মঞ্চের ছাদ ভেঙে দুর্ঘটনা, আহতদের সাহায্যের আশ্বাস দিয়ে ট্যুইট মমতার
আনিসিয়ার পরিবার জানিয়েছেন, ময়ঙ্ক ও তাঁর পরিবার তাদের মেয়েকে পণ ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অত্যাচার করত ৷ এমনকি ময়ঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেছেন তাঁরা ৷ আনিসিয়ার সঙ্গে বিয়ের আগে ময়ঙ্কের আরও একবার বিয়ে হয়েছিল, কিন্তু সেই কথা আনিসিয়া ও তাঁর পরিবারের কাছে লুকিয়ে রেখে দ্বিতীয়বার বিয়ে করেন বলে দাবি ৷ পরিস্থিতি চরমে পৌঁছানোতেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে তাদের মেয়ে বলে পুলিশকে জানিয়েছে মৃতার বাবা-মা ৷ মৃত্যুর আগে তাদেরও টেক্সট করে আনিসিয়া লেখেন, ওদের ছেড়ো না ৷
আরও পড়ুন
কুকুরের উপর নৃশংস অত্যাচার, মেরে তন্ত্রসাধনার অভিযোগ উঠল ডানকুনিতে
আনিসিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ময়ঙ্ক ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৩০৪ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ৷