TRENDING:

লক্ষ্মীবারে সংসারে সুখ-সমৃদ্ধি আসুক এভাবেই

Last Updated:

লক্ষ্মী মানে শুধুই অর্থ, প্রতিপত্তি নয় ৷ যেমন অর্থ থাকলেই সুখ পাওয়া যায় না, তেমনি লক্ষ্মী আর্শিবাদ থাকলেই সকল সুখের অধিকারি হওয়া যায় না ৷ লক্ষ্মীর কৃপা মানে, সংসারে সমৃদ্ধি লাভ, খুশির ঝলক, সর্বদা সুখের আশ্রয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে সুখ-সমৃদ্ধি মোটেই সম্ভব নয় ৷ বহু উদাহরণ রয়েছে বিশ্বে, যেখানে কঠোর পরিশ্রম করেও বহু মানুষ লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আবার অনেকেই অল্প পরিশ্রমেই লক্ষ্মীর আর্শিবাদে ধন্য হচ্ছেন ৷
advertisement

লক্ষ্মী মানে শুধুই অর্থ, প্রতিপত্তি নয় ৷ যেমন অর্থ থাকলেই সুখ পাওয়া যায় না, তেমনি লক্ষ্মী আর্শিবাদ থাকলেই সকল সুখের অধিকারি হওয়া যায় না ৷ লক্ষ্মীর কৃপা মানে, সংসারে সমৃদ্ধি লাভ, খুশির ঝলক, সর্বদা সুখের আশ্রয় ৷

আরও পড়ুন 

গতকালের থেকে আজ আরও সস্তা সোনার দাম, আর দেরি নয়, চটপট করে ফেলুন প্ল্যান

advertisement

বৃহস্পতিবারকেই সাধারণত লক্ষ্মীবার বলা হয়ে থাকে ৷ তবে লক্ষ্মীপুজো সপ্তাহে রোজই করা যায় ৷ কিন্তু বৃহস্পতিবারের পুজোটা একটু স্পেশাল ৷

তা কীভাবে লক্ষ্মীকে খুশি করবেন?

১) ঠাকুরঘরে লক্ষ্মী প্রতিমা বা ঘটের সামনে রোজই সাধ্যমতো পয়সা জমানোর একটি ঘট রাখুন ৷ অল্প অল্প করে সেই ঘটে রোজ কিংবা প্রত্যেক বৃহস্পতিবার অর্থ ঢালুন ৷

advertisement

২) শুধু সন্ধেতে নয়, বৃহস্পতিবার সকাল থেকেই লক্ষ্মী প্রতিমার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ৷

৩) লক্ষ্মীপুজোর ঘটে আমের পল্লব ও লালজবা দিতে ভুলবেন না ৷

৪) বৃহস্পতিবার অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পড়ুন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫) বাড়ির গৃহিণীরা সময় করে পায়ে আলতাও পরতে পারেন ৷ তবে যারা চাকুরিজীবি, তাঁরা না হয় ‘মা লক্ষ্মী নমঃ’ এই মন্ত্র জপ করুন যখনই সময় পাবেন ৷ এই মন্ত্র পুরুষরাও জপ করতে পারেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
লক্ষ্মীবারে সংসারে সুখ-সমৃদ্ধি আসুক এভাবেই