TRENDING:

মোবাইল ফোনে পর্ন দেখেন ? মহাবিপদ আপনার সামনে !

Last Updated:

দেখার সময় মাথায় আর কিছুই আসে না ৷ গুগুলে নাম লিখে লিখে একের পর এক পর্ন ছবিতে চোখ রাখেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেখার সময় মাথায় আর কিছুই আসে না ৷ গুগুলে নাম লিখে লিখে একের পর এক পর্ন ছবিতে চোখ রাখেন ৷ হাতের মুঠোয় অ্যানড্রয়েড ফোন আসার পর এই অভ্যাসে কাবু অনেকেই ৷ কিন্তু জানেন কি? আপনার অজান্তেই আপনার এই অভ্যাস ডেকে আনতে পারে বিপদ ৷ কীভাবে? পড়ে নিন
advertisement

১) আপনি কী নিয়মিত মোবাইলে পর্ন দেখছেন? আপনার মোবাইল মেমোরিতে অজান্তেই জমা হয়ে যাচ্ছে প্রচুর ভাইরাস ৷ যা কিনা ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলোকে ৷ আর বেশিমাত্রায় এটা ঘটে থাকে, আপনি যদি পর্ন সম্পর্কীত অ্যাপ ডাউনলোড করেন, তাহলে বিপত্তিটা আরও বাড়বে ৷ তবে এটা ভাবার কোনও কারণ নেই, যে গুগলে সার্চ করে নীল ছবি দেখলে, বিপদ মুক্ত হবেন ৷ সেখানেও রয়েছে আরেক বিপদ ৷ যার নাম পর্ন টিকিট ৷ যা কিনা অজান্তেই আপনার ফোনের মধ্যে ঢুকে দুর্বল করে দেয় আপনার সফটওয়্যার ৷

advertisement

২) ইন্টারনেটে কোনও কিছুই বিনামূল্যে পাওয়া যায় না ৷ তাই এটা ভাবাটা একেবারেই বোকামি ৷ নয় আপনার ক্যাশ যাবে, নয় আপনার ডাটা ৷ কিন্তু তার ওপরে বিপদ ডাকতে পারে হ্যাকাররা ৷ আপনার মোবাইলে ঢুকে তথ্য নিয়ে আপনাকের ব্ল্যাকমেল করাটা হ্যাকারদের কাছে বা হাতের খেলা !

আরও পড়ুন 

advertisement

জেনে নিন, প্যারিসে বসে কার সঙ্গে ফ্রান্সের জন্য 'চিয়ার্স' করলেন ঐশ্বর্য !

৩) ইন্টারনেটে আপনি কী করছেন, কী দেখছেন, আপনার প্রত্যেকটি পদক্ষেপে নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের ৷ আপনি যে কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন, সেই কোম্পানির কাছে রেজিস্ট্রার হচ্ছে আপনার ইন্টারনেট ব্যবহারের সব তথ্য ৷ তাই ভবিষ্যতে দেশ যদি পর্ন নিয়ে কোনও আইনি প্রতিবন্ধকতার আইন আনে, তাহলে আপনাকে ধরতে সময় লাগবে মাত্র ৫ মিনিট ৷

advertisement

৪) অনেকে মনে করেন ইন্টারনেট হিস্ট্রি ডিলিট করলেই, আর কোনও ঝামেলা নেই৷ কিন্তু জানেন কি? ব্যাকআপে থেকে যায় সব কিছুই ৷ হিস্ট্রি ডিলিট বলে আদতে কিছুই হয় না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

৫) মোবাইল ফোনে নীল ছবি দেখলে, ফোন ভাইরাস আক্রান্ত হয় সবচেয়ে বেশি ৷ আর সবার আগে দুর্বল হয়ে পড়ে আপনার ফোনের ব্যাটরি ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মোবাইল ফোনে পর্ন দেখেন ? মহাবিপদ আপনার সামনে !