TRENDING:

‘সু্প্রিম কোর্টের নির্দেশে ফের পঞ্চায়েত ভোট হলে কুরুক্ষেত্র হবে’: দিলীপ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের পঞ্চায়েত ভোট হলে রাজ্যে কুরুক্ষেত্র হবে ৷ এমনটাই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ আসানসোলে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি বলেন, ২০ হাজার আসনে ফের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ শীর্ষ আদালত যদি এমনই নির্দেশ দেয় তবে এরাজ্য হয়ত মহাভারত দেখবে ৷
advertisement

এখানেই শেষ নয়, আসানসোলের সভা থেকে শাসক দলের উদ্দেশ্যে রাজ্যে গেরুয়া শিবিরের সেনাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি- ‘ভোট হলে এবার কুরুক্ষেত্র হবে ৷ আমরা সঞ্জয়ের মতো বসে থাকব না ৷ অর্জুনের মতো গাণ্ডিব নিয়ে যুদ্ধ করব ৷’

আরও পড়ুন 

ফের এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে দায়ের নয়া মামলা, কী হবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ?

advertisement

এবারে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রেকর্ড সংখ্যাক প্রার্থী ৷ কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী ৩৪ শতাংশ প্রার্থী জয়ী বিনা ভোটে ৷ উল্লেখ্য, সবাই শাসক দলের ৷ এই বিষয় নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি ৷ তাদের অভিযোগ ছিল, শাসক দলের হিংসা ও জোর জুলুমের কারণেই ওই আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি ৷

advertisement

আরও পড়ুন 

অবশেষে ১৬ মাস পর শেষ হল ডিএ মামলার শুনানি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামে গেজেট বিজ্ঞপ্তি জারি করায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ৬ অগস্ট ওই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই সংক্রান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ নিয়েই আশাবাদী রাজ্য বিজেপি সভাপতি ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘সু্প্রিম কোর্টের নির্দেশে ফের পঞ্চায়েত ভোট হলে কুরুক্ষেত্র হবে’: দিলীপ